Cars Price Hike: নতুন বছরে দামি হল গাড়ি, কোন-কোন কার কিনতে বেশি খরচ ?
Cars Price Hike: এই কোম্পানিগুলির পাশাপাশি আগামী কয়েকদিনেই তাদের নির্ধারিত মডেলে দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে বেশ কয়েকটি কার প্রস্তুতকারক কোম্পানি।
Cars Price Hike: বছর শুরুর দিনেই দাম বাড়ল গাড়ির। ভলভো (Volvo), মারুতি সুজুকি (Maruti Suzuki), টাটা মোটরস (Tata Motors), অডি (Audi)-সহ অনেক কোম্পানির গাড়ির দাম বাড়ল ১ জানুয়ারি থেকেই। আগেই অবশ্য এই বিষয়ে ঘোষণা করেছিল কোম্পানিগুলি।
Cars Price Hike: এই কোম্পানিগুলির পাশাপাশি আগামী কয়েকদিনেই তাদের নির্ধারিত মডেলে দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে বেশ কয়েকটি কার প্রস্তুতকারক কোম্পানি। ইতিমধ্যেই সুইডিশ গাড়ি নির্মাতা ভলভো (Volvo) ভারতে তার নির্বাচিত গাড়ির দাম বাড়িয়েছে।কোম্পানি জানিয়েছে, গাড়ি তৈরিতে খরচ বৃদ্ধি হওয়ায় আজ থেকে ভারতে তার নির্বাচিত গাড়িগুলির দাম ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা বাড়ানো হয়েছে৷
Volvo Car India বলেছে, T4R ডিজাইন-সহ তাদের SUV XC40-এর দাম হবে ৪৩.২৫ লক্ষ টাকা। সংশোধিত দামের পরিপ্রক্ষিতে ২ লক্ষ টাকার অতিরিক্ত দাম বাড়ল এই গাড়ির৷ একই সময়ে, XC60 B5 Inscription SUV (SUV) এর দাম ১.৬ লক্ষ টাকা বেড়ে ৬৩.৫ লক্ষ টাকা হয়েছে। একইভাবে কোম্পানির সেডান S90 গাড়ির দাম বেড়েছে তিন লাখ টাকা। এর দাম
হবে এখন ৬৪.৯ লক্ষ টাকা। অন্যদিকে, SUV XC90 ৯০.৯ লক্ষ টাকায় পাওয়া যাবে। যার দাম ১ লক্ষ টাকা বেড়েছে৷
খরচ বৃদ্ধির কারণেই দাম বাড়ল গাড়ির
এই দাম বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই সাফাই দিয়েছে কোম্পানিগুলি। ভলভো বলেছে, গত কয়েক বছরে বৈদেশিক মুদ্রার অস্থিরতা, বিশ্বব্যাপী গাড়ির পার্টসের সরবরাহ , মহামারী ও মুদ্রাস্ফীতির কারণে কাঁচামালের দাম বেড়েছে। সেই কারণে ভলভো কার ইন্ডিয়া (Volvo Car India) তার সব ডিজেল মডেলের উৎপাদন বন্ধ করে দিচ্ছে। পরিবর্তে পেট্রলচালিত গাড়িগুলি তৈরি করছে৷
মারুতি এবং টাটা মোটরসও দাম বাড়িয়েছে
গাড়ির দাম বৃদ্ধির তালিকায় নাম লিখিয়েছে মারুতি সুজুকি (Maruti Suzuki),টাটা মোটরস(Tata Motors), মার্সিডিজ-বেঞ্জ (Mercedez Benz) এবং অডি (Audi) গাড়ি নির্মাতারাও জানুয়ারি থেকে গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে। টাটা মোটরস আজ থেকে বাণিজ্যিক গাড়ির দাম ২.৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। TATA জানিয়েছে, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায়
এই পদক্ষেপ নিতে হয়েছে কোম্পানিকে।
দাম বাড়িয়েছে টয়োটাও
অটোমোবাইল নির্মাতা Toyota Kirloskar Motor ১ জানুয়ারি থেকে তার অনেক মডেলের দাম বাড়িয়েছে। এক বিবৃতিতে কোম্পানি বলেছে, যে কাঁচামাল সহ ইনপুট খরচ ক্রমাগত বৃদ্ধির কারণে মূল্য সংশোধনের প্রয়োজন হচ্ছিল। সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাদের।