Siliguri News: শিলিগুড়িতে বিপুল পরিমাণ মাদক-সহ ধৃত ৩, বড় সাফল্য পুলিশের
Siliguri Drug Trafficking: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযানে বড় সাফল্য। গ্রেফতার তিন, ধৃতদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার।
বাচ্চু দাস, দার্জিলিং: শিলিগুড়ি (Siliguri) মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান। মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির মাটিগাড়ার চাঁদমণি চা বাগানের সংলগ্ন এলাকায় স্পেশাল অপারেশন পুলিশের অভিযানে (Police Raid) গ্রেফতার হল তিনজন।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার রয়েছে ৫০০ গ্রাম ব্রাউন সুগার। যার আনুমানিক বাজার দর প্রায় কোটি টাকা। ধৃতদের মধ্যে দুজন মহিলা একজন পুরুষ। ধৃতদের নাম মোহাম্মদ হাকিমউদ্দিন, খাতিজা নেশা এবং নাজারা বেগম। ব্রাউন সুগার সহ ধৃত তিনজনকে স্পেশাল অপারেশন গ্রুপ গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের হেফাজত থেকে ব্রাউন সুগার উদ্ধার করে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে মাটিগাড়া থানার পুলিশ। অভিযুক্তদের সাথে আর কারা জড়িয়ে রয়েছে ? তার খোঁজে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রিমান্ডের আবেদন জানিয়ে অভিযুক্তদের আগামীকাল শিলিগুড়ি আদালতে তোলা হবে।
সম্প্রতি ক্যুরিয়ার সংস্থার মাধ্যমে মাদক পাচার রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে নারকোটিক্স কন্টোল ব্যুরো (Narcotics Control Bureau)। বিভিন্ন ক্যুরিয়ার সংস্থাকে বাড়তি সতর্কতা নিতে বলেছে NCB। এসওপিতে বলা হয়েছে, যাঁরা ক্যুরিয়ার করতে আসবেন এবং যাঁদের তা পাঠানো হবে, দু'জনেরই সঠিক পরিচয় নথিভুক্ত করতে হবে।প্রসঙ্গত, সল্টলেকে পশুপালনের আড়ালে মাদকের কারবার চালানোরও অভিযোগ উঠেছে। ওড়িশা থেকে ওষুধের ব্যাগে পাচার করা হচ্ছিল ১২৮ কেজি গাঁজা। গভীর রাতে কালিকাপুর থেকে তা উদ্ধার করে সার্ভে পার্ক থানার পুলিশ। কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকেও সম্প্রতি ১৪৪ কেজি মাদক উদ্ধার হয়।
আরও পড়ুন, 'BJP বিধায়ক এলাকায় ঢুকলে ঝাঁটাপেটা করুন', ফের বিস্ফোরক তৃণমূল নেতা-নেত্রী
প্রায়ই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মাদক। ক্রমশ জাঁকিয়ে বসছে মাদক-চক্র। বিভিন্ন সময়ে শহরে রেভ পার্টিতে অভিযান চালিয়েও মাদকের হদিশ মিলেছে। কিন্তু, মাদক সেই পার্টিতে পৌঁছচ্ছে কীভাবে? নারকোটিক্স কন্টোল ব্যুরোর দাবি, অনেক সময় মাদক পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্যুরিয়ার সংস্থাকে।এই প্রেক্ষাপটে এবার মাদক পাচারের রমরমা আটকাতে ক্যুরিয়ার সংস্থাগুলিকে এসওপি পাঠাল NCB। ইতিমধ্যেই ক্যুরিয়ার সংস্থাগুলির বৈঠক সেরেছে এই কেন্দ্রীয় সংস্থা। NCB'র এসওপিতে বলা হয়েছে, যাঁরা ক্যুরিয়ার পাঠাতে আসবেন, তাঁদের সঠিক পরিচয়পত্র দেখানো বাধ্যতামূলক।