Lightning Death Purulia: পুরুলিয়ার বিভিন্ন এলাকায় বজ্রপাতে মৃত্যু ৩ জনের, আহত ৪
Purulia News: শুক্রবার দুপুরের দিকে পুরুলিয়া জেলা জুড়ে ধেয়ে আসে বৃষ্টি। সঙ্গে প্রবল বজ্রাঘাতের ঘটনাও ঘটে। আর এই বজ্রাঘাতেই ভিন্ন ভিন্ন থানা এলাকায় ৩ জনের মৃত্যুর খবর জানা যায়।
সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়া জেলায় বজ্রপাতে মৃত্যু হল বেশ কয়েকজনের। শুক্রবার পুরুলিয়ার ভিন্ন ভিন্ন থানা এলাকায় এদিন বারবার বজ্রপাত হয়। সেই বজ্রপাতেই ৩ জন মহিলার মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন ১ কিশোরী সহ আরও ৩ জন মহিলা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
দুপুরে প্রবল বজ্রপাত হয় পুরুলিয়ার বিভিন্ন এলাকায়
শুক্রবার দুপুরের দিকে পুরুলিয়া জেলা জুড়ে ধেয়ে আসে বৃষ্টি। সঙ্গে প্রবল বজ্রাঘাতের ঘটনাও ঘটে। আর এই বজ্রাঘাতেই ভিন্ন ভিন্ন থানা এলাকায় ৩ জন মহিলার মৃত্যু হয় এবং ১ কিশোরী সহ ৩ জন মহিলা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলা জুড়ে।
এদিন দুপুরে বরাবাজার থানার টকরিয়া মোড়ে বাস ধরতে আসার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় ১ জনের এবং আহত হন দু জন। মৃত মহিলার নাম মঙ্গলি মুর্মু (৬২) এবং আহত দুই মহিলার নাম ভারতী টুডু (৫২) ও সুন্দরী সরেন (৫৫)। আহত দুজন মহিলা বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। এদের সবারই বাড়ি বরাবাজার থানার কুটনি গ্রামে।
চাষ করতে যাওয়ার সময় বজ্রাঘাতে মৃত্যু
অন্যদিকে আড়ষা থানায় বলিয়া গ্রামে মাঠে চাষের কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় চন্দনা মাহাতো (৫৫) নামে এক মহিলার। পাশাপাশি কোটশিলা থানার চাতরানি গ্রামে পুকুরে চান করে আসার সময় বজ্রাঘাতে মৃত্যু হয় হীরা কুমার (৩৫) নামে এক মহিলার। আবার এই কোটশিলা থানা এলাকারই মোহনপুর গ্রামে চান করে আসার সময় মৌসুমী মহাদানি নামে ১৪ বছর বয়সি এক কিশোরী আহত হয়। অন্যদিকে হুড়া থানার খৈরিপিহিড়া গ্রামে বজ্রাঘাতে আহত হন জ্যোৎস্না গরাই (৬০) নামে এক বৃদ্ধা। বর্তমানে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
আরও পড়ুন: জগন্নাথ-বলরাম-সুভদ্রার কাঠের মূর্তি মিলেছিল এখানেই ! প্রায় ৩০০ বছরের পুরনো এই মেলা