Abhishek Banerjee: আগামী ২৯ মার্চ শহিদ মিনারেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা
শহিদ মিনারের পাশেই যেহেতু রয়েছে ডিএ আন্দোলনকারীদের যৌথমঞ্চ তাই প্রাথমিকভাবে সভাস্থল নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পুলিশের তরফে একদিন আন্দোলনকারীদের অবস্থান স্থগিত রাখার জন্য বললে রাজি হননি আন্দোলনকারীরা।
কলকাতা: আগামী ২৯ মার্চ শহিদ মিনারেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সভা। আজ পুলিশের তরফে সভাস্থল পরিদর্শন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূল যুব কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করে পুলিশ।
শহিদ মিনারেই সভা অভিষেকের: শহিদ মিনারের পাশেই যেহেতু রয়েছে ডিএ আন্দোলনকারীদের যৌথমঞ্চ তাই প্রাথমিকভাবে সভাস্থল নিয়ে জটিলতার সৃষ্টি হয়। পুলিশের তরফে একদিন আন্দোলনকারীদের অবস্থান স্থগিত রাখার জন্য বললে রাজি হননি আন্দোলনকারীরা। আদালতের অনুমতি নিয়ে আন্দোলন করছেন, তাই পুলিশের শর্ত মানতে রাজি হননি আন্দোলনকারীরা।
আগামী বুধবার,২৯ মার্চ, ফের কর্মবিরতির পরিকল্পনা করছে সংগ্রামী যৌথ মঞ্চ। সেদিন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে রেড রোডে অম্বেদকরের মূর্তির পাদদেশে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।ওই দিনই শহিদ মিনারে হবে তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশ। প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার প্রস্তুতি নিয়ে স্পোর্টিং ইউনিয়ন টেন্টে তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করল পুলিশ। সেখানে সিদ্ধান্ত হয়েছে, স্পোর্টিং ইউনিয়ন টেন্টের সামনে মঞ্চ তৈরি করা হবে। মঞ্চের মুখ থাকবে শহিদ মিনারের দিকে।
আর, এই শহিদ মিনার চত্বরেই ৫৮ দিন ধরে চলছে বকেয়া DA-র দাবিতে অবস্থান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চের মুখ থাকবে শহিদ মিনারের দিকে, ওখানেই ডিএ-আন্দোলন চলছে। সংঘাত এড়াতে পরিকল্পনা করা হয়েছে, রেড রোড সংলগ্ন জর্জ টেলিগ্রাফ টেন্টের পাশে রাস্তা VIP-দের জন্য নির্দিষ্ট করার। আর, ডাফরিন রোডের ট্রাম লাইনের রাস্তা দিয়ে সভাস্থলে আসবেন তৃণমূলের ছাত্র এবং যুব নেতা-কর্মীরা। ৩০ মার্চ ডিএ আন্দোলনকারীদের যৌথ সংগ্রামী মঞ্চের তরফে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
১০ অফিসারের বদলি-বিতর্কের মধ্যেই এবার কাটল একদিনের বেতন। ডিএ-র (DA) দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ। অর্থ দফতরের কাছে কর্মীদের তালিকা পাঠাল উচ্চ শিক্ষা দফতর। বকেয়া ডিএ-র দাবিতে ১০ মার্চ সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছিলেন সরকারি কর্মীদের একাংশ। ৯ মার্চের বিজ্ঞপ্তির প্রেক্ষিতে বেতন কাটার নির্দেশ অর্থ দফতরের (Finance Department)। নবান্ন থেকে ৬ আধিকারিকের প্রত্যন্ত এলাকায় বদলি, প্রতিবাদ আন্দোলনকারীদের।
আরও পড়ুন: DA Protest: ডিএ-র দাবিতে কর্মবিরতি, তালিকা দিয়ে একদিনের বেতন কাটার নির্দেশ