Abhishek Banerjee: 'যাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন...', মেয়ো রোড থেকে বার্তা অভিষেকের
RG Kar Case: বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের অনুষ্ঠানে বক্তৃতা করেন অভিষেক।
কলকাতা: আর জি কর কাণ্ডে এতদিন সোশ্যাল মিডিয়ায় নিজের মতো করে মত প্রকাশ করছিলেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যেভাবে সরব হয়েছে বিজেপি, সেই নিয়ে এবার তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। আর যে-ই নারী নির্যাতন, মহিলাদের উপর অপরাধমূলক ঘটনা নিয়ে সরব হোক না কেন, বিজেপি-র এ কাজ সাজে না বলে মন্তব্য করলেন তিনি। (Abhishek Banerjee)
বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের অনুষ্ঠানে বক্তৃতা করেন অভিষেক। সেখানে তিনি বলেন, "একটি দুর্ভাগ্যজনক ঘটনার জন্য বিচার চাইছেন গোটা দেশের মানবুশ। কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে যাঁরা রাজনীতি করছেন, লাশের নোংরা রাজনীতিতে নিজেদের লিপ্ত করেছেন, বাংলার মানুষের কাছে তাঁদের মুখোশ খুলে গিয়েছে, প্রকৃত চেহারা বেরিয়ে পড়েছে। সন্দেশখালিতে যাঁরা মা-বোনেদের মান-সম্মান, সম্ভ্রম ২০০০ টাকার বিনিময়ে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে দিল্লির কাছে বিক্রি করেছে, তাদের নারী সুরক্ষা নিয়ে কথা বলার অধিকার নেই।" (RG Kar Case)
একনাগাড়ে বিজেপি-র তরফে মমতার পদত্যাগের দাবি উঠছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে দলের ছোট-বড় নেতা, কর্মী, সমর্থক, সকলের মুখেই এক স্লোগান, "দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ'। সেই নিয়েও এদিন সরব বহন অভিষেক। তাঁর বক্তব্য, "যাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, তাঁদের গত ১০ বছরের পরিসংখ্যান দিই। NCRB-র পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং নারী নির্যাতনে সবচেয়ে এগিয়ে উত্তরপ্রদেশ, দ্বিতীয় মধ্যপ্রদে, তৃতীয় রাজস্থান, চতুর্থ মহারাষ্ট্র। গত ১০ বছরে উত্তরপ্রদেশে ৪১ হাজার ৭৩৩টি, মধ্যপ্রদেশে ৩৬ হাজার ১৪৪টি, রাজস্থানে প্রায় ২৮ হাজার, মহারাষ্ট্রে ২৫০০০টি ঘটনা ঘটেছে।" উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং মহারাষ্ট্র, চার রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি, কোথাও একক ভাবে, কোথাও জোট সরকারে। সেই নিয়েই বিজেপি-কে তুলোধনা করলেন অভিষেক। ওই চার রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে, তার পর মমতার দিকে আঙুল তোলা উচিত বলে মন্তব্য করলেন।
এদিন অভিষেক জানান, ধর্ষণ বিরোধী কঠোর আইন আসা উচিত ভারতে, যেখানে এক থেকে দুই মাসের মধ্যে বিচার শেষ করে দোষী সাব্যস্ত করতে হবে। সেই আইন আনতে হবে সংসদে। বিজেপি-র যাঁরা নবান্ন অভিযান করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, তাঁদের সংসদ অভিযান করে কঠোর আইনের জন্য নরেন্দ্র মোদির কাছে দাবি জানানো উচিত বলে মন্তব্য করেন অভিষেক। তাঁর অভিযোগ, বিজেপি-র ক্ষমতা নেই ধর্ষণ বিরোধী আইন আনার। কারণ তেমনআ ইন এলে, সবার আগে বিজেপি-র লোকজনই জেলে যাবে।