ABP Poll : তৃণমূলকে হয়রান করতেই কি হঠাৎ করে IPac-এ ED-র অভিযান? কী ভাবছে মানুষ?
মানুষ কী ভাবছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি -

সৌভিক মজুমদার ও রাজীব চৌধুরী, ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা : ৮ জানুয়ারি আই প্যাকের কর্ণধার ও তাঁর অফিসে কয়লা কাণ্ডে তল্লাশি চালায় ইডি ! আর দু জায়গাতেই পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। আর চমকে ওঠার মতো বিষয় হল, ইডির অভিযান চলাকালীন, তাঁদের সামনেই, ভিতর থেকে নথি-ল্যাপটপ-ইলেকট্রনিক্স সরঞ্জাম বের করে নিয়ে আসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়েই উত্তাল হয় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি-ছিনতাই-ডাকাতির মতো কড়া অভিযোগ তোলে ইডি ! পাল্টা তৃণমূলের দাবি, তাদের দলের নথি নিতেই হানা দিয়েছিল ইডি। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এরপরই শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। আদালত জানায়, এটাও ঠিক যে কোনও কেন্দ্রীয় সংস্থার কোনও দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই, কিন্তু একই সাথে, যদি কেন্দ্রীয় সংস্থাগুলো কোনও গুরুতর অপরাধ তদন্তের জন্য সৎ উদ্দেশ্যে কাজ করে, তাহলে প্রশ্ন ওঠে যে দলীয় কার্যকলাপের আড়ালে সংস্থাগুলোকে তাদের ক্ষমতা প্রয়োগ থেকে বিরত রাখা যায় কি না?
মানুষ কী ভাবছে, কী চাইছে
মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। তাই খবরের শিরোনামে থাকা সাম্প্রতিক ইস্যুগুলি নিয়ে এবিপি আনন্দ দর্শকের মতামত জানতে চায়। ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এর মতো সোশাল মিডিয়ায় একাধিক প্রশ্নে দর্শকরা উত্তর দেন। তাতে মানুষ কী ভাবছেন, তার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করে এবিপি আনন্দ। এই বিষয়ক কিছু প্রশ্ন এবিপি আনন্দ-র তরফে রাখা হয়েছিল দর্শকদের কাছে, এবিপি পোল-এ। উত্তরে মিলল এমন ছবি -
- আইপ্যাককাণ্ডে কি CBI তদন্ত হওয়া উচিত?
হ্যাঁ 77
না 20
বলতে পারব না 3
- ED-র তল্লাশি চলাকালীন কি মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলে যাওয়া উচিত ছিল?
হ্যাঁ 26
না 72
বলতে পারব না 2
- নিরপেক্ষতার অভাবেই কি বারবার আদালতে প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় এজেন্সি ও রাজ্য পুলিশ?
হ্যাঁ ৯০
না ৮
বলতে পারব না ২
- ED-কে হয়রান করতেই কি পুলিশ তাদের বিরুদ্ধে FIR দায়ের করেছিল?
হ্যাঁ ৮৮
না ১১
বলতে পারব না ১
- ভোটের মুখে তৃণমূলকে হয়রান করতেই কি হঠাৎ করে আইপ্যাকের অফিসে ED-র অভিযান?
হ্যাঁ ৬০
না ৩৬
বলতে পারব না ৪






















