Vice President Election: উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত তৃণমূল, সম্ভাবনার কথা প্রথম তুলে ধরেছিল এবিপি আনন্দ
Vice President Election 2022: উপ রাষ্ট্রপতি নির্বাচনে চমক দিল তৃণমূল। গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল।
আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও দীপক ঘোষ, কলকাতা: উপ রাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল তৃণমূল। তারা যে এই পথে হাঁটতে পারে, সেই সম্ভাবনার কথা এবিপি আনন্দই প্রথম তুলে ধরেছিল। শেষমেশ হলও সেটাই।
উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত তৃণমূল: উপ রাষ্ট্রপতি ভোটে বিরোধী ঐক্য ছত্রখান। কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করবে না তৃণমূল। জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিল তৃণমূল। বিরোধী ঐক্যে বড়সড় ফাটল ধরল। বিরোধীদের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিলেন নিজেদের ক্ষোভ। গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানিয়ে দিয়েছেন উপ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে বিরত থাকবে তৃণমূল। তৃণমূল যে উপ রাষ্ট্রপতি নির্বাচনে ১৭টি বিরোধী দলের প্রার্থীকে সমর্থন না করে, ভোটদানে বিরত থাকার কৌশল নিতে পারে, সেই সম্ভাবনার কথা আগেই তুলে ধরেছিল এবিপি আনন্দ। এবিপি আনন্দকে দেওয়া তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) একান্ত সাক্ষাৎকারের পরই এই সম্ভাবনার কথা তুলে ধরি আমরা। শেষপর্যন্ত তাই বাস্তবে পরিণত হল।
ঠিক কী বলেছিলেন কুণাল ঘোষ? গত ১৯ জুলাই এবিপি আনন্দকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেন, “যারা প্রার্থী হয়েছেন, তাঁরা কেউ তৃণমূলের নন। তাই তৃণমূল কী করবে, অবস্থান নেওয়ার জন্য তা পর্যবেক্ষণ করছে দল।’’ মঙ্গলবার এবিপি আনন্দের ঘণ্টা খানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, উপ রাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোটদানে বিরত থাকবে। গতকাল সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, "যেভাবে রাতারাতি বৈঠক ডাকা হল, কোনও আলোচনা করেই প্রার্থী ঠিক করা হল, তা ঠিক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র নেত্রীর সঙ্গে আলোচনা করা হয়নি। আমরাও কয়েকটা নাম দিয়েছিলাম।'' ৬ অগাস্ট উপ রাষ্ট্রপতি নির্বাচন। সেইদিনই ফল ঘোষণা।
এবারের উপ রাষ্ট্রপতি নির্বাচনে একদিকে রয়েছেন NDA’র প্রার্থী সদ্য প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। অন্যদিকে রয়েছেন কংগ্রেস সহ ১৭টি বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা। যিনি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সতীর্থ ছিলেন। শেষ অবধি বিরোধীদের সঙ্গে না গিয়ে কৌশলী অবস্থান নিল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "ধনকড় যেভাবে রাজ্যপাল থাকা অবস্থায় ভূমিকা নিয়েছেন তাঁকে সমর্থন করার প্রশ্নই ওঠে না। মার্গারেট আলভার সঙ্গে মমতার সম্পর্ক অত্যন্ত ভাল। কিন্তু ব্যক্তিগত কেমিস্ট্রিই একমাত্র বিষয় নয়।''
আরও পড়ুন: Presidential Election 2022 : রাষ্ট্রপতি নির্বাচনে বাংলা বিধানসভাতেও ক্রস ভোট! কার ১টি ভোট পড়ল দ্রৌপদীর পক্ষে?