Kolkata News: সৃষ্টির ৮৬ বছর পর আর্ট গ্যালারিতে রবি ঠাকুরের 'পাহারাদার', জনসমক্ষে প্রথম বার
Tagores Painting In Unique Exhibition: সৃষ্টির ৮৬ বছর পর প্রথমবার প্রকাশ্যে। বাইশে শ্রাবণের প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, কখনও না দেখা এক ছবির মুখোমুখি হল তিলোত্তমা।
![Kolkata News: সৃষ্টির ৮৬ বছর পর আর্ট গ্যালারিতে রবি ঠাকুরের 'পাহারাদার', জনসমক্ষে প্রথম বার After 86 Years Of Creation Tagores Painting For The First Time Comes Out And Gets Unique Exhibition In City Gallery Kolkata News: সৃষ্টির ৮৬ বছর পর আর্ট গ্যালারিতে রবি ঠাকুরের 'পাহারাদার', জনসমক্ষে প্রথম বার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/07/718f0b96761b728d28c23d8ee94b32191659842162_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সঞ্চয়ন মিত্র, কলকাতা: সৃষ্টির ৮৬ বছর পর প্রথমবার প্রকাশ্যে। বাইশে শ্রাবণের প্রাক্কালে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, কখনও না দেখা এক ছবির মুখোমুখি হল তিলোত্তমা। ১৯৩৬ সালে এই ছবি চিত্রশিল্পী অতুল বসুকে উপহার দিয়েছিলেন রবি ঠাকুর। দেবভাষা গ্যালারিতে সোমবার পর্যন্ত দেখা যাবে এই ছবি।
ছবি সম্পর্কে...
১৯৩৬ থেকে ২০২২। ৮৬ বছর ধরে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা এই ছবি ছিল চিত্রশিল্পী অতুল বসুর পরিবারের নিজস্ব সংগ্রহে। বাইশে শ্রাবণের প্রাক্কালে চিরনূতন কবির একেবারে আনকোরা সৃষ্টির মুখোমুখি হল তিলোত্তমা। আর তার জন্য রইল অভিনব প্রদর্শনী। একটি ছবির জন্য একটি গোটা প্রদর্শনী যেখানে একটি ঘরে একটিই ছবি রাখা। নীচে সেই চেনা স্বাক্ষর। নাম ‘পাহারাদার’।
এত বছর পর কী ভাবে সামনে?
দেবভাষা গ্যালারির কর্ণধার দেবজ্যোতি মুখোপাধ্যায় জানালেন, ছবিটির যাথার্থ্য বুঝতে বেশ অনেকটা সময় লেগেছে। ১৯৩৬ সালে অতুল বসু যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে প্রতিকৃতি আঁকতে গিয়েছিলেন, তখন তাঁকে এই ছবি উপহার দেন বিশ্বকবি। সেই বছরই চিত্রশিল্পীর সঙ্গে তা কলকাতায় আসে, সংযোজন দেবজ্যোতির। তবে ছবিটি আদৌ রবি ঠাকুরেরই আঁকা কিনা, তা নিয়েও বিতর্কের অবসান হওয়া জরুরি ছিল। এ নিয়ে চিত্র বিশেষজ্ঞ সুশোভন অধিকারীর মত, 'এটা প্যাস্টেলে করছেন, পেন্সিল ও ক্রেয়ন পেন্সিল ব্যবহার করছেন। এবং কোথাও একটা রঙিনকারির স্পর্শ আছে। এর যে রেখার ধরন, যে চোখের ভাব, যে জ্যামিতি সেটা রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া অন্য কারও হওয়া অসম্ভব। নিচের দিকে সইয়ের ছোঁয়া রয়েছে। সেটা বড় করলে রবীন্দ্র কথাটি স্পষ্ট বোঝা যায়।'
সমস্ত রকম দ্বিধা কাটিয়েই তবে এই দুরন্ত প্রদর্শনীর আয়োজন হয়েছে দেবভাষা গ্যালারিতে। সোমবার পর্যন্ত সেখানে থাকছেন 'পাহারাদার'। সৃষ্টির ৮৬ বছর পর প্রথম বার আমার, আপনার সকলের সামনে।
আরও পড়ুন:২ মাস ধরে সহকর্মীদের হাতে হেনস্থা, বিরক্ত হয়ে গুলি চালিয়েছি, দাবি ধৃত সিআইএসএফ জওয়ানের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)