Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য
Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ড নিয়ে উত্তাল হচ্ছে রাজনীতি। সামনে এসেছে আরও একটি অডিও ক্লিপ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া অডিও ক্লিপে, শোনা যাচ্ছে উপাচার্যকে সরানোর পরিকল্পনার কথা।
![Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য Aliah University: The state asked for a report after 3 days in Aliah University case Aliah University: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/05/b4e87e3cf763be8a325215e3b415ebff_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: আলিয়া বিশ্ববিদ্যালয়ে (Aliah University) উপাচার্যকে (Vice Chancellor) হেনস্থার ঘটনায় ৩ দিন পর রিপোর্ট চাইল রাজ্য (State)।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থার ঘটনায় রিপোর্ট তলব
হেনস্থার ভিডিও সামনে আসার তিন দিন পর উপাচার্যের কাছ থেকে রিপোর্ট চাইল রাজ্য সরকার। সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের চিঠি গেল উপাচার্যের কাছে। ঠিক কী ঘটেছিল শুক্রবার? ঘটনার ৩দিন পরে সেই রিপোর্ট চাওয়া হল সরকারের পক্ষ থেকে। উপাচার্য জানান, তিনি চিঠি পাঠাচ্ছেন মুখ্যমন্ত্রীকেও।
আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে হেনস্থা করার ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি
সময় যত এগোচ্ছে, ততই আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ড (Aliah University) নিয়ে উত্তাল হচ্ছে রাজনীতি। আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ডে সামনে এসেছে আরও একটি অডিও ক্লিপ। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দেওয়া অডিও ক্লিপে, একজনকে বলতে শোনা যাচ্ছে উপাচার্যকে সরানোর পরিকল্পনার কথা। অডিও ক্লিপে ফিরহাদ হাকিম (Firhad Hakim), গোলাম রব্বানি ও নাদিমুল হকেরও নাম করছেন ওই ব্যক্তি। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
আরও পড়ুন: Nadia: জ্বালানির দামবৃদ্ধিতে সাইকেলে যাতায়াত তাহেরপুর পৌরসভার চেয়ারম্যানের, কটাক্ষ তৃণমূলের
এদিকে, এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "জিম নওয়াজকে চিনি, ইলেকশনের সময় আআলাপ হয়, বিভিন্ন মাইনরিটি প্রব্লেম নিয়ে আলোচনা হয়েছিল, আনিস খান নিয়ে কথা হয়েছিল, জমি নওয়াজ আমাকে সাজেশন দিয়েছেন, তৃণমূলের কেউ নন, ইলেকশন সময়ে সাজেশন দিয়েছেন, পুলিশকে কেউ সামলাতে পারবে না, পুলিশ তার রুল বুক অনুযায়ী চলবে, পুলিশ কেন পৌঁছয়নি...পুলিশই তো পরে গ্রেফতার করেছে"। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের তরফে বলা হয়েছে, "তৃণমূলের তাবড় নেতাদের নাম এই অডিও ক্লিপে আছে, তারা সকলেই সঙ্গে আছে, জিম নওয়াজ কথা বলেছে, জিম নওয়াজের ঘনিষ্ঠ, জিম নওয়াজ নিজেরে সমাজসেবক বলে দাবি করে, এ আলিয়ার কোনও কিছুতেই নেই, অথচ আলিয়ার বিষয় নিয়ে এত ইনারেস্ট কেন? উপাচার্যকে প্রাণে মারার হুমকিতে বাইরে থেকে একথা বলছেন কেন?"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)