Alipurduar : বিজেপির সাংসদ-বিধায়কের নাম ও ছবি দিয়ে 'নিখোঁজ' বলে ফ্লেক্স তৃণমূলের, থানায় মিসিং ডায়েরিও !
Missing diary on name of BJP MLA and MP : প্রাকৃতিক দুর্যোগের পর সাংসদ জন বার্লা ও বিধায়ক দীপক বর্মণের দেখা মিলছে না বলে অভিযোগ করে এলাকাবাসীর একাংশ।
অরিন্দম সেন, আলিপুরদুয়র : প্রাকৃতিক দুর্যোগের পর দেখা মিলছে না বিজেপির সাংসদ-বিধায়কের। এই অভিযোগে, আলিপুরদুয়ারের ফালাকাটায় জন বার্লা ও দীপক বর্মনের নাম ও ছবি দিয়ে নিখোঁজ বলে ফ্লেক্স টাঙাল যুব তৃণমূল। পাশাপাশি থানায় করা হল নিখোঁজ ডায়েরিও। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির।
৪ দিন আগে কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক নিখোঁজ বলে সোশাল মিডিয়ায় পোস্ট করেন দলেরই এক নেতা। এবার বিজেপি সাংসদ ও বিধায়কের সন্ধান চেয়ে পাশের জেলায় ফ্লেক্স টাঙাল তৃণমূল।
রবিবার ফালাকাটায় আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা ও স্থানীয় বিজেপি বিধায়ক দীপক বর্মনের ছবি ও নাম দিয়ে টাঙানো হল নিখোঁজ ফ্লেক্স। পাশাপাশি এদিন ধিক্কার মিছিল করে যুব তৃণমূল। মিছিল শেষে থানায় গিয়ে গেরুয়া শিবিরের সাংসদ, বিধায়কের নামে নিখোঁজ ডায়েরি করেন যুব তৃণমূল নেতারা।
১৪ এপ্রিল আলিপুরদুয়ারে প্রবল ঝড়-বৃষ্টি হয়। এর ৪ দিনের মাথায়, ১৮ এপ্রিল ব্যাপক শিলাবৃষ্টি হয় ফালাকাটায়। সরকারি তথ্য অনুযায়ী, ২ দিনের প্রাকৃতিক দুর্যোগে ফালাকাটা পুর এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১০ হাজার বাড়ি। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের পর সাংসদ জন বার্লা ও বিধায়ক দীপক বর্মণের দেখা মিলছে না বলে অভিযোগ করে এলাকাবাসীর একাংশ।
এনিয়ে ফালাকাটার বাসিন্দা সাবিত্রী দাস বলেন, ছাদের অনেক ক্ষতি হয়েছে। বারান্দা, ভেতরটা-পুরোটাই ফুটো হয়ে গেছে। বিধায়ক তো আমাদের এখানে কোনও দিন আসেননি। চিনব কী করে !
এর পরই এদিন পথে নেমে প্রতিবাদ জানায় যুব তৃণমূল। সাংসদ-বিধায়কের সন্ধান চেয়ে টাঙানো হয় ফ্লেক্স। বিজেপি সাংসদের প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পাল্টা জবাব দিয়েছেন দলের বিধায়ক।
এনিয়ে ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভব্রত দে বলেন, ১০ হাজারের ওপর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু, সাংসদের দেখা নেই। বিধায়কের দেখা নেই। আমরা ধিক্কার জানাই। তীব্র নিন্দা জানাই। থানায় মিসিং ডায়েরি করলাম।
ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন বলেন, বিভিন্ন ওয়ার্ডে আমি যাই। সাধারণ মানুষের খোঁজখবর নিই। আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি। ফালাকাটা পুরসভাকে যাতে ২ হাজার ত্রিপল যুদ্ধকালীন তৎপরতায় দেওযা যায় , তারজন্য আমারা বিধায়ক তহবিল থেকে জেলাশাসককে অনুরোধ করি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, আজ ফালাকাটা পুরসভা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি না।
লোকসভা ও বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপি দাপট দেখালেও পুরভোটে ধাক্কা খেয়েছে গেরুয়া শিবির। এই প্রেক্ষিতে বিজেপি সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ ফ্লেক্স পড়ায় গেরুয়া শিবিরের অস্বস্তি বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।