(Source: ECI/ABP News/ABP Majha)
Alipurduar News: মুহূর্তের মধ্যেই সব ওলটপালট, হাতির হানায় মৃত্যু যুবকের
Elephant Attack Death: বাড়ি থেকে বেশ কিছু দূরে হাতির আওয়াজ পেয়েই বাড়ির বাইরে বেরিয়েছিলেন আকাশ দাস।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: হাতির হানায় মৃত্যু (Elephant Attack) হল এক যুবকের। এই ঘটনায় রবিবার সকালে মাদারিহাট এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে। লোকালয়ে বারবার হাতির আক্রমণে মৃত্যু নিয়ে উঠছে প্রশ্নও।
হাতির হানায় মৃত্যু যুবকের: মৃত যুবকের নাম আকাশ দাস (২৮)। জানা যায়, তিনটি হাতি শনিবার রাতে তাণ্ডব চালায় মধ্য মাদারিহাটে। বাড়ি থেকে বেশ কিছু দূরে হাতির আওয়াজ পেয়েই বাড়ির বাইরে বেরিয়েছিলেন আকাশ দাস। কিন্ত তাঁর কাছেই যে দামাল হাতি দাঁড়িয়ে ছিল টের পাননি আকাশ। মুহূর্তের মধ্যেই আকাশকে শুঁড়ে পেঁচিয়ে তুলে নিয়ে যায় প্রায় এক কিলোমিটার দূরে। সেখানেই আছাড় মেরে ফেলে দেয় হাতি। রাতভর খুঁজেও ছেলের খোঁজ পাননি বাবা অভিজিত দাস, কাকা সত্যজিত দাস ও মনোজ দাস। রবিবার সকালে হাত পা ভাঙা আকাশের দেহ একটি জমিতে পড়ে থাকতে দেখেন গ্রাম বাসীরা। বন দফতর ও পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাস্থলে যান আলিপুরদুয়ার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ দীপনারায়ন সিনহা, বিজেপির মাদারিহাট ১৮ নম্বর মণ্ডল সভাপতি অনুপম ভারতী। যুবকের মৃত্যুর ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার জনগণ।
হাতির হানায় আগেও মৃত্যু: এর আগে মার্চ মাসে হাতির হানায় মৃত্যু হয় এক মহিলার। ঘটনাটি ঘটেছিল পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলে ডিমু গ্রামের কাছে কুমারডি টোলাতে। মৃতার নাম মমতা কুমার (29)। স্থানীয় সূত্রে জানা গিয়েছিল ঘটনার দিন, ভোর পৌনে চারটা নাগাদ ওই মহিলা শৌচকর্ম সারতে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গল লাগোয়া জায়গায় যান। হাতিটি মহিলার দিকে তেড়ে আসে। প্রথমে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। হাতিটি আক্রমণ করে। বন দফতরের আধিকারিকরা তাঁকে কোটশিলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাবা পূর্ণ কুমার জানিয়েছিলে, ওই দিন ভোরবেলা বন দফতর থেকে মাইকিং করে সতর্ক করা হয়েছিল। নিষেধ করা হয়েছিল বাড়ি থেকে বেরোতেও। কোনও কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন মমতা কুমার।’’
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: West Burdwan: লক্ষাধিক টাকা সহ ২০ ভরি গয়না লুঠ, পরপর দুটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরে