Alipuduar : আলিপুরদুয়ারে নিয়ন্ত্রণহীন মারুতির ধাক্কায় মৃত্যু ১ টোটো যাত্রীর
Alipuduar : রবিবার ১২ টা নাগাদ আলিপুরদুয়ার বীরপাড়া এলাকার বাসিন্দা বছর ৬৫ টির তরুণ কুমার সরকার নিজস্ব পেশার কাজে টোটোয় চেপে বড় বাজার এলাকা হয়ে যাচ্ছিলেন বাবুপাড়ায়।
অরিন্দম সেন, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার শহরে নিয়ন্ত্রণহীন মারুতির ধাক্কায় এক টোটো যাত্রীর মৃত্যু। আহত টোটো চালক চিকিৎসাধীন। পলাতক, ঘাতক মারুতি গাড়ি। তদন্তে আলিপুরদুয়ার থানার পুলিশ। রবিবার ১২ টা নাগাদ আলিপুরদুয়ার বীরপাড়া এলাকার বাসিন্দা বছর ৬৫ টির তরুণ কুমার সরকার নিজস্ব পেশার কাজে টোটোয় চেপে বড় বাজার এলাকা হয়ে যাচ্ছিলেন বাবুপাড়ায়। সেই সময় আলিপুরদুয়ার বড়োবাজার পোস্ট অফিস এলাকায় একটি মারুতি ভ্যান পেছন থেকে টোটোকে সজোরে টোটোকে ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। জানা যায়, সেই ধাক্কায় টোটো থেকে ছিটকে পড়েন ওই বৃদ্ধ । তার মাথায় আঘাত লেগে ফেটে যায়। আহত হন ওই টোটো চালকও। স্থানীয়রা তড়িঘড়ি আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তরুণ কুমার সরকারের মৃত্যু হয়। জানা গেছে টোটো চালক এখনো গুরুতর আহত অবস্থায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার ট্রাফিক পুলিশ। ঘাতক মারুতি গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এদিকে গতকাল দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয়েছিল এক টোটো চালককে। মাটিতে ফেলে বেধড়ক মার টোটো চালককে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই চালক। তারপর টোটো টিকেও ভাঙচুর করে দুষ্কৃতীরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই চালক। টোটো চালককে মাটিতে ফেলে মারতে দেখে স্থানীয় ক্লাবের কিছু যুবক প্রতিবাদ করায় তাঁদেরকেও আক্রান্ত হতে হয় দুষ্কৃতীদের হাতে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ, অভিযোগ তাদের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। পুলিশ কর্মীদের ওপরেও হামলা চালায় বলেও অভিযোগ। টোটো চালকের পাশাপাশি পুলিশ কর্মীদের উপরেও চড়াও হয় দুষ্কৃতীরা। এতে একজন এসআই ও দুই সিভিক ভলেন্টিয়ার জখম হন। ওই মুহুর্তে পুলিশকেও পিছু হটতে হয় ঘটনাস্থল থেকে। ওই খবর পেয়ে বিশাল পুলিশ নিয়ে ছুটে আসেন কোতোয়লি থানার আইসি অর্ঘ্য সরকার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শহরের কংগ্রেসপাড়া এলাকায়।