High Court: হাইকোর্টে শিক্ষায় নিয়োগ সংক্রান্ত মামলা সরল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে
Calcutta High Court: হাইকোর্টে শিক্ষায় নিয়োগ সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গেল সব মামলা।
সৌভিক মজুমদার, কলকাতা: হাইকোর্টে (Calcutta High Cout) শিক্ষায় নিয়োগ সংক্রান্ত (Education Recruitment Scam) সব মামলার ডিভিশন বেঞ্চ (Division Bench) বদল। মেডিক্যালে ভর্তিতে দুর্নীতি-সহ শিক্ষা সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চ বদল।
শিক্ষায় নিয়োগ সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল হাইকোর্টে
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গেল সব মামলা। বিচারপতি সৌমেন সেনের (Justice Soumen Sen) শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে। শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের বদলে শুনবেন বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ।
এতদিন পর্যন্ত শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলি বিভিন্ন সিঙ্গল বেঞ্চের বিচারাধীন ছিল, অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিন্হা, বিচারপতি অনিরুদ্ধ রায়, বিচারপতি কৌশিক চন্দ, এই সমস্ত সিঙ্গল বেঞ্চের রায়ে কেউ যদি অখুশি হতেন, তাঁরা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতেন। আগামী সোমবার থেকে, বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের সেই বিচার্য বিষয়গুলির স্থান বদল হতে চলেছে। আগামী সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলার ডিভিশন বেঞ্চ হতে চলেছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
হাইকোর্টে বেনজির সংঘাত
অন্যদিকে মেডিক্য়াল কলেজের সংরক্ষিত আসনে ভর্তি দুর্নীতি মামলায় প্রকাশ্য়ে চলে এল হাইকোর্টের সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নজিরবিহীন সংঘাত। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় যে CBI তদন্তের নির্দেশ দিয়েছিলেন, তা খারিজ করে দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। বেনজিরভাবে, ডিভিশন বেঞ্চের এই নির্দেশকে আবার 'বৈধ নয়' বলে CBI তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এরইমধ্য়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো FIR রুজু করল CBI।
'আদালত থেকে সংগৃহীত নথি ফেরত দিতে হবে সিবিআইকে', নির্দেশ দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। উল্টোদিকে এই নির্দেশ গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'ডিভিশন বেঞ্চের নির্দেশ অবৈধ, তাই তার এফআইআর খারিজ হবে না, সিবিআই অবিলম্বে তদন্ত শুরু করবে', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সিবিআইকে দু'মাসের মধ্যে তদন্ত শেষের নির্দেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।