Train Cancel: রবিবার হাওড়া কর্ড লাইনে সব লোকাল বন্ধ
West Bengal: ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্য কর্ড লাইনে সব লোকাল বন্ধ। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত লোকাল বন্ধ।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: রবিবার হাওড়া (Howrah) কর্ড লাইনে সব লোকাল বন্ধ। বালির বেলানগর স্টেশনে ইন্টারলকিং সিস্টেমের কাজ। ইন্টারলকিং সিস্টেমের (Interlocking System) কাজের জন্য কর্ড লাইনে সব লোকাল বন্ধ। শনিবার রাত ১২টা থেকে রবিবার রাত ১২টা পর্যন্ত লোকাল বন্ধ। রবিবারই একটি প্রতিযোগিতা মূলক পরীক্ষা, ২টি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত।
ট্রেন চলাচল বন্ধ: পূর্ব রেলের (Eastern Railway) তরফে প্রেস বিবৃতিতে বলা হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ১১ ঘণ্টা ট্রাফিক এবং পাওয়ার ব্লক থাকবে। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত বন্ধ থাকবে সব লোকাল ট্রেন চলাচল। পূর্ব রেল জানিয়েছে, এই কাজের জন্য শনিবার এবং রবিবার বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। কোন কোন ট্রেন রয়েছে এই তালিকায়?
রবিবার ব্যান্ডেল-বর্ধমান হয়ে ঘুরিয়ে দেওয়া হবে
- 12369 হাওড়া-দেহরাদুন কুম্ভ এক্সপ্রেস
- 12339 হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস
- 12321 হাওড়া-মুম্বই এক্সপ্রেস
শনিবার বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে
- 12346 গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস
- 12334 প্রয়াগরাজ-রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস
রবিবার বর্ধমান-ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে
- 12340 ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস
পূর্ব রেল জানিয়েছে, মেন লাইনের লোকাল ট্রেন চলবে বালি পর্যন্ত। কর্ড লাইনে ডানকুনি এবং বর্ধমানের মধ্যে ৮ জোড়া বিশেষ ট্রেন চলবে। ২ জোড়া বিশেষ ট্রেন চলবে হাওড়া এবং বর্ধমানের মধ্যে।
২৬.০৩.২৩- বর্ধমান – ডানকুনি রুটে বিশেষ ট্রেন:
- বর্ধমান থেকে ট্রেন ছাড়বে- ৫:৩০, ৬:৫০, ৭:৩০, ৮:৩৫, ১৫:২৫, ১৬:৫০, ১৭:৫০, ১৮:৪৫
- ডানকুনি থেকে ট্রেন ছাড়বে- ৭:২৫, ৮:৩৫, ৯:১৫, ১০:২০, ১৭:১০, ১৮:৩৫, ১৯:৩৫, ২০:৩৫
বর্ধমান-হাওড়া বিশেষ ট্রেন (কর্ড):
- বর্ধমান থেকে ট্রেন ছাড়বে ৮:১০, ৯:১৫
হাওড়া-বর্ধমান বিশেষ ট্রেন (কর্ড):
- হাওড়া থেকে ট্রেন ছাড়বে ১৪:৪৫ এবং ১৫:৩৫
ট্রেন বাতিলে ভোগান্তি যাত্রীদের: গত ১১ মার্চ শিয়ালদা মেন শাখায় (Sealdah Main Line) বাতিল করা হয় আপ ও ডাউন লাইনের বহু ট্রেন। যার মধ্যে ছিল বেশ কয়েকটি নৈহাটি, রানাঘাট, কল্যাণী সীমান্ত, শান্তিপুর, কৃষ্ণনগর লোকাল। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি নৈহাটি-ব্যান্ডেল লোকালও। নৈহাটি ও কল্যাণী স্টেশনের মধ্যে থার্ড লাইন ও স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থার কাজ চলছে। সেই কারণে বাতিল করা হয়েছে বহু ট্রেন। গতিপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের।
আরও পড়ুন: Mamata Banerjee: 'ওদের জন্য কী করিনি?' বগটুই নিয়ে আক্ষেপ মমতার