JP Nadda: হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ, কলকাতায় নাড্ডার আসার আগেই শুরু বিতর্ক!
Durga Puja 2023: আজ সপ্তমীতে শোভাবাজার রাজবাড়িতে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
কলকাতা: অমিত শাহের পর পুজোর কলকাতায় জে পি নাড্ডা। তবে পুজোর কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার আসার আগেই শুরু বিতর্ক! শোভাবাজার রাজবাড়ির সামনে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে দেওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, রাস্তার সামনে রাখা নাড্ডার ছবি দেওয়া হোর্ডিং গুলো সরিয়ে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আবার হোর্ডিংয়ের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ না দেখতে পারে। আজ সপ্তমীতে শোভাবাজার রাজবাড়িতে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।
আজ সপ্তমী৷ ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু সপ্তমীর পুজো। আকাশে-বাতাসে শারদ-সপ্তমীর সুর। বেলা বাড়তেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ঢল। আর এরমধ্যেই আজ শহরে এসেছেন জেপি নাড্ডা। কলকাতায় পা দিয়ে হাওড়ার বেলিলিয়াস রোডের পুজোয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এখান থেকে নাড্ডা যাবেন শোভাবাজার রাজবাড়িতে। প্রথমে সূচিতে না থাকলেও, বিজেপির সর্বভারতীয় সভাপতির পরের গন্তব্য সন্তোষ মিত্র স্কোয়ার। রাজ্যের বিরোধী দলনেতার সুরেই আজ নাড্ডার প্রতিক্রিয়াতেও অসুর বিনাশের কথা।
দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন অমিত শাহও! দুর্গাপুজোর উদ্বোধনে, কার্যত লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল খোদ অমিত শাহর মন্তব্য়ে। শহরে এসে তিনি বুঝিয়ে দিলেন, লোকসভা ভোটের লক্ষ্য়ে বাংলায় ঝাঁপাতে, পুজোর পর আর বেশি দেরি করবে না বিজেপি! আর তাদের অস্ত্র কী হবে, তা-ও স্পষ্ট হয়ে গেছে অমিত শাহর মন্তব্য়ে!কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে এবার রামমন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়েও শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে, দুর্নীতি নিয়ে সরব হলেন অমিত শাহ। সেই সঙ্গে কার্যত এটাও বুঝিয়ে দিলেন, পুজো মিটলেই লোকসভা ভোট নিয়ে বাংলায় ঝাঁপাবে বিজেপি। যদিও, এসবে গুরুত্ব না দিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। তীব্র কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। তৃণমূল-বিজেপির সেটিং তত্ত্বেই অনড় সিপিএম।
আরও পড়ুন: Saltlake nNews: গাড়ি ভাঙচুর, মারধর! রেষারেষিকে কেন্দ্র করে ষষ্ঠীর গভীর রাতে দুই দলের মধ্যে ঝামেলা