Job Seekers Agitation: নিয়োগ দুর্নীতির অভিযোগ, চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি
Kolkata News: মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানে মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। টেনে-হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
![Job Seekers Agitation: নিয়োগ দুর্নীতির অভিযোগ, চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি Allegations of recruitment corruption, situation of chaos in the Kalighat campaign of job seekers Job Seekers Agitation: নিয়োগ দুর্নীতির অভিযোগ, চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/22/4e331fd8875aa36a6c306f06d30feba1167703277708651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: নিয়োগ দুর্নীতির অভিযোগ। মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasah Service Commission) চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। হাজরা মোড়ে আসতেই তাঁদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ।
কালীঘাট অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি: মাদ্রাসা সার্ভিস কমিশনের ((Madrasah Service Commission) চাকরিপ্রার্থীদের কালীঘাট অভিযানে মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। টেনে-হিঁচড়ে চাকরিপ্রার্থীদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। ৭০৯ দিনে পড়ল SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভ। ৮৩ দিন ধরে আন্দোলন করছেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা।পরীক্ষার দাবিতে সোমবার থেকে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্না-অবস্থান শুরু করেছে SSC, SLST, গ্রুপ সি ও গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের একতা মঞ্চ।
এর মধ্যেই মঙ্গলবার, মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে দুর্নীতি এবং টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ তুলে কালীঘাট অভিযানে নামে মাদ্রাসা সার্ভিস কমিশন পাস প্রার্থী মঞ্চের চাকরিপ্রার্থীরা। মুখে স্লোগান, হাতে প্ল্য়াকার্ড হাতে মিছিল শুরুর প্রস্তুতি নেন চাকরিপ্রার্থীরা। মাদ্রাসা সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীদের কর্মসূচি ঘিরে সকাল থেকেই হাজরা মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। কালীঘাটে যাওয়ার পথে, চাকরিপ্রার্থীরা হাজরা মোড়ে আসতেই তাঁদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। আন্দোলনকারীদের দাবি, ২০১৪ সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে। তার পরও নিয়োগ হয়নি বলে অভিযোগ। তাঁদের অভিযোগ, SSC-র মতো মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগেও দুর্নীতি হয়েছে। টাকার বিনিময়ে নিয়োগ করা হয়েছে অযোগ্যদের। আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের ৩৫ জনকে গ্রেফতার করে ভবানীপুর থানায় নিয়ে যাওয়া হয়।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর, রবিবার বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ করেছিল তৃণমূল। মঙ্গলবার তার পাল্টা অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির কাছে কর্মসূচি নেয় বিজেপি। কিন্তু, কার্যত শুরু হতে না হতেই, শেষ হয়ে গেল সেই কর্মসূচি।সেই সঙ্গে দলের কর্মসূচি নিয়ে বিজেপির অন্দরেই শোনা গেল দুই সুর। বিজেপির কর্মসূচির জন্য়, মঙ্গলবার সকাল থেকেই কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় যদুবাবুর বাজার এলাকা। বিজেপি কর্মীরা বাস থেকে নামতেই তাঁদের গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: Malda News: বেড না পেয়ে সরকারি হাসপাতালের মেঝেতে ঠাঁই পদ্মশ্রী প্রাপকের, ভাইরাল ছবি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)