Amherst Street Case: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজার
HC Amherst Street Case: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত, কী নির্দেশ হাইকোর্টের ?
![Amherst Street Case: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজার Amherst Street Case: Calcutta High Court orders Ashok Singh s body to be handed over to family Amherst Street Case: আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/18/ca76c45d76e47ad1178b6924cfa845441700309163655484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে (Amherst Street Case) সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজারের সাইবার থানা। আমহার্স্ট স্ট্রিট থানায় পিটিয়ে খুনের অভিযোগের তদন্তে ৫টি সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত। গতকাল এই ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেয় হাইকোর্ট।এবং অশোক সিংহের মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।
কী নির্দেশ আদালতের ?
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চের নির্দেশ, 'এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে। সরকারি গাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়া হবে। বিশৃঙ্খলা এড়াতেই নিরাপত্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাবে পুলিশ।'
আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে বাজেয়াপ্ত সিসি ক্যামেরার ফুটেজ
হাইকোর্টের নির্দেশে, আমহার্স্ট স্ট্রিট থানায় মারধর এবং তার জেরে মৃত্যুর অভিযোগের তদন্তে ৫টি সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজারের সাইবার থানা। থানার করিডরে ২টি, সেরেস্তা, ওসি-র ঘর ও লক আপে একটি করে সিসি ক্যামেরা রয়েছে। যে ঘরে অশোক সিং অসুস্থ হয়ে পড়েন, সেই তদন্তকারী অফিসারের ঘরে কোনও সিসি ক্যামেরা নেই।
মোট ২৭ মিনিটের ফুটেজ সংরক্ষণ
সূত্রের খবর, মোট ২৭ মিনিটের ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ৫টা ৪৩-এ আমহার্স্ট স্ট্রিট থানায় ঢুকেছিলেন অশোক সিং। ৬টা বেজে ২ মিনিট ২০ সেকেন্ডে তিনি তদন্তকারী অফিসারের ঘরে ঢোকেন। সিসি ক্যামেরার ফুটেজ বলছে, ৬টা ৪ মিনিটে তদন্তকারী অফিসারের ঘরে ঢুকে অশোক সিংয়ের পরিচিত এক ব্যক্তি দেখেন তিনি অসুস্থ হয়ে পড়েছেন।
আজই তথ্য সংগ্রহ
এরপর ৬টা ১০ মিনিটে থানা থেকে বের করা হয় অশোক সিং-কে। এদিন লালবাজারের ডিসি সাইবারের উপস্থিতিতে আমহার্স্ট স্ট্রিট থানার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। এ ছাড়া, ওই দিন থানায় যে সমস্ত পুলিশ কর্মীরা হাজির ছিলেন এবং অন্যান্য যাঁরা ছিলেন, তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে আজই তথ্য সংগ্রহ করবে লালবাজারের হোমিসাইড শাখা।
আরও পড়ুন, কাল থেকেই বাড়বে দাম ? আজ রাতের মধ্যেই নিলে কলকাতায় কত পেট্রোল ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)