Kolkata Ganga Tunnel: ফের গঙ্গার নীচে তৈরি হতে চলেছে আরও একটি টানেল! কোন পথে সহজ হবে যাতায়াত?
Ganga Tunnel: এবার গঙ্গার নীচে টানেলের ব্লু প্রিন্ট প্রকাশ করল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: কলকাতায় এবার গঙ্গার নীচে তৈরি হতে চলেছে আরও একটি টানেল। যানজট কমাতে মেটিয়াব্রুজ থেকে হাওড়া পর্যন্ত ভারী পণ্যবাহী গাড়ি যাতায়াতের জন্য তৈরি হচ্ছে টানেল। আগেই পরিকল্পনা করেছিল কেন্দ্রীয় সরকার।
এবার গঙ্গার নীচে টানেলের ব্লু প্রিন্ট প্রকাশ করল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচল করছে কলকাতায়।
কেন্দ্রীয় বন্দর মন্ত্রক হুগলি নদীর তলদেশে টানেলের মাধ্যমে কলকাতার বন্দর ডকইয়ার্ডকে হাওড়ার জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি সমীক্ষা প্রস্তুতি আগেই শুরু করেছে। এর জন্য একটি খসড়া সারিবদ্ধকরণ রিপোর্ট ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পটি পিএম গতিশক্তির আওতায় হবে। এদিকে এই প্রকল্প সম্পর্কে বড় আপডেট সামনে এল।
আরও পড়ুন, টাকা চুরি করে প্রেমিকাদের নিয়ে কুম্ভে 'পুণ্য স্নানে চোর', বাড়ি ফিরতেই জেলে!
কলকাতা বন্দর থেকে হাওড়ার জাতীয় সড়ক পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে। এর মধ্যে ৮ কিলোমিটার থাকবে এই সুড়ঙ্গ পথ। এজন্য মোট ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে গঙ্গার কোনও অংশ দিয়ে এই সুড়ঙ্গ যাবে তা এখনও চূড়ান্ত হয়নি। এই সুড়ঙ্গ পথটিকে প্রধানত পণ্য পরিবহণের কাজেই ব্যবহার করা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ, এই সুড়ঙ্গপথ দিয়ে ট্রাক, লরি চলাচলের সম্ভাবনাই বেশি।
টানেলটি কলকাতা দিকের মেটিয়াবুরুজ থেকে শুরু হয়ে ১৫ কিলোমিটার দীর্ঘ পথ ধরে হাওড়ার সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে টানেলটিও রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
