Dilip Ghodsh: 'অনুব্রতর অসুস্থতা ভালুকের জ্বরের মতো', দিল্লি-যাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের
অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
![Dilip Ghodsh: 'অনুব্রতর অসুস্থতা ভালুকের জ্বরের মতো', দিল্লি-যাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের 'Anubrata illness is like bear fever', commented Dilip ghosh on the issue of anubrata mondal Delhi-Yatra Dilip Ghodsh: 'অনুব্রতর অসুস্থতা ভালুকের জ্বরের মতো', দিল্লি-যাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/08/1ea896734fd0bcfcf83c2136d90282121678255317355176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: অনুব্রতর যে কথাগুলো পেট থেকে বেরোচ্ছিল না, সেগুলো এবার বেরোবে। বাংলার নেতাদের অনেকের কপালে দুঃখ আছে। আর অনুব্রতর অসুস্থতা তো ভালুকের জ্বরের মতো। অনুব্রত মণ্ডলের দিল্লি-যাত্রা প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
এদিনই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী ( Kaustav Bagchi ) । এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ( Dilip Ghosh ) কটাক্ষ, ' মুখ্যমন্ত্রীরই (CM Mamata Banerjee) নিরাপত্তা নেই '
কৌস্তভের দাবি , তাঁর বাড়িতে হামলা হতে পারে বলে এক তৃণমূল কর্মী জানান। এরপর সোমবার রাতে ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনারকে ই-মেল করে নিরাপত্তা চান কৌস্তভ। কংগ্রেস নেতার দাবি, রাতে তাঁর ব্যারাকপুরের বাড়ির সামনে ঘুরে যায় পুলিশ।
কৌস্তভ বাগচী তো বিরোধিতা করে টার্গেট, তাই কৌস্তভ বা আমাদের মতো সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তা থাকবেই। আইনজীবী ও কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর নিরাপত্তার দাবিতে পুলিশের দ্বারস্থ হওয়া প্রসঙ্গে মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)।
তৃণমূলকে ( TMC ) হারাতে সরাসরি বিরোধী মহাজোটের ( Opposition Alliance ) পক্ষে সওয়াল করেছিলেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । বললেন, এই সরকার বিরোধীদের সঙ্গে যেভাবে ব্যবহার করছে, এর বিরুদ্ধে লড়তে গেলে এক হওয়ার দরকার। আমার মনে হয়, সেটা অনেকটা সাগদিঘিতে সফল হয়েছে । সমর্থন করেছেন শুভেন্দু অধিকারীও ।
১৯৭৭ সালে ইন্দিরা গাঁধীকে ( Indira Gandhi ) হারাতে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জোটবদ্ধ হয়েছিল বিরোধীরা। ১৯৮৯-তে ফের রাজীব গান্ধীকে হঠাতে বিরোধীরা একইরকম জোট বেঁধেছিল । এবার কি বঙ্গ রাজনীতিতেও সেরকম ছবি দেখা যেতে পারে ? জল্পনা উস্কে পঞ্চায়েত ভোটের ঠিক মুখে দিলীপ ঘোষের মুখে শোনা গেল তৃণমূল-বিরোধী মহাজোটের ডাক ! আর তাঁর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী!
কদিন আগেই সাগরদিঘি ( Sagardighi ) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, তৃণমূলকে হারিয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী । ২০১১ থেকে তৃণমূলের হাতে থাকা এই আসন, বড় মার্জিনে ছিনিয়ে, আত্মবিশ্বাসে ফুটছে বাম-কংগ্রেস শিবির। আর ঠিক এই প্রেক্ষাপটেই, তৃণমূলের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার ডাক শোনা গেল বিজেপি নেতাদের গলায় ।
আরও পড়ুন: Anubrata Mondal: অনুব্রত দিল্লিতে যেতেই গেরুয়া রঙ খেলে হোলি শুরু বিজেপির, বিকেলে বাজবে ঢাকও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)