Asansol By Election : চৈত্রের গরমেও তেড়েফুঁড়ে প্রচার, আসানসোলের অন্য যুদ্ধে শেষ হাসি নিয়ে আশাবাদী তিন প্রার্থীই
Asansol By Election : আসানসোলে এবার চর্তুমুখী লড়াই। শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ১৬ এপ্রিল।
কৌশিক গাঁতাইত ও মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল (পশ্চিম বর্ধমান) : চৈত্রের গরমের মধ্যে আসানসোলে আরও একটা যুদ্ধ। উপনির্বাচনের (By Election) লড়াইয়ের জন্য এভাবেই প্রস্তুতি নিচ্ছেন তিন শিবিরের তিন রথী। রবিবার আসানসোলে আসার পর থেকে, কোনও প্রচার বা সভা নয়, কর্মিসভায় ব্যস্ত বলিউড তারকা শত্রুঘ্ন সিন্হা (Shatrughan Sinha)। তৃণমূল প্রার্থীর সঙ্গে সর্বক্ষণ থাকছেন তাঁর স্ত্রী। কর্মিসভার মাধ্যমে তৃণমূল (TMC) প্রার্থী প্রস্তুতি শুরু করে দিলেও, বাম ও বিজেপি প্রার্থী প্রচারে ঝড় তুলেছেন। শুক্রবার কুলটিতে বাড়ি বাড়ি প্রচার করেন সিপিএম (cpm) প্রার্থী পার্থ মুখোপাধ্যায় (partha mukherjee)। পাণ্ডবেশ্বরের একটি মন্দিরে পুজো দিয়ে হুড খোলা গাড়িতে প্রচার করেন বিজেপি (BJP) প্রার্থী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। আসানসোলে এবার চর্তুমুখী লড়াই। শেষ হাসি কে হাসবে তা জানা যাবে ১৬ এপ্রিল।
তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা ভোটপ্রচারের মাঝে মঞ্চে দাঁড়িয়ে বলেছেন, 'এমন খেলেছেন নেত্রী যাতে বিজেপি ধরাশায়ী হয়েছে। আসানসোলের এখন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বলতেই তো পারি খামোশ।' শত্রুঘ্ন সিন্হার স্ত্রী পুনম সিন্হা বলেছেন, 'এত ভোটে জেতান যাতে দেশে ইতিহাস তৈরি করতে পারে।'
এদিকে বাড়ি বাড়ি প্রচারে জোর দেওয়া সিপিএম প্রার্থী পার্থ মুখোপাধ্যায় বলেছেন, 'ভোটে সিদ্ধান্ত নেবে মানুষ, ওরা যদি করে তাহলে অসঙ্গত কিছু নেই।' তৃণমূল প্রার্থীকে ‘বহিরাগত’ খোঁচা বিজেপির, পাল্টা জবাব শত্রুঘ্ন সিন্হার। আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেছেন, 'নিজের বাড়ির লোকরা ভোট দেননি, তিনি এখানে এসে কী জিতবেন? যাঁর বাংলার সঙ্গে কোনও যোগাযোগ নেই। বহিরাগত প্রার্থী দিতে হল? দিদিমণি শিখিয়েছেন বাইর থেকে এলে বহিরাগত বলতে হয়। এখানে কোনও জায়গা দেব না।' যার পাল্টা শত্রুঘ্ন সিন্হা বলেছেন, 'আমি কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম, তখন কোনও ভেদাভেদ করিনি, আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই, আমাকে বহিরাগত বলার মানে হয় না, অনেকদিন ধরেই কলকাতার সঙ্গে যুক্ত, বাংলা ছবিতে অভিনয় করেছি।'
আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী দিয়ে উপনির্বাচন, বালিগঞ্জ-আসানসোলে মোতায়েন থাকবে কত কোম্পানি ?