Avijit Ganguly On CM:'উনি দুর্নীতিগ্রস্ত', এবিপি আনন্দের স্টুডিও থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা নিশানা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Mamata Banerjee:'উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত মানুষ', 'এবিপি আনন্দের' 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমনই মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
কলকাতা:'উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত (Corruption)মানুষ, সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত মানুষ',কোনও রাখঢাক না করে 'এবিপি আনন্দের' (ABP Ananda Exclusive) 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' (Ghantakhanek Sange Suman) অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমনই মন্তব্য করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly on CM Mamata Banerjee)। আরও সংযোজন,'শুধু টাকা নিলেই দুর্নীতিগ্রস্ত, তা তো নয়।' ঠিক কোন কোন যুক্তিতে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবে সরব হলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? 'এবিপি আনন্দের' 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে অকপট তিনি।
ব্যাখ্যা...
বৃহস্পতিবার ডোরিনা ক্রসিংয়ের জনসভায় তৃণমূলনেত্রী হুঙ্কার দেন, 'হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি নিয়ে বড় নেতা হয়ে গেছিলেন...হাজার হাজার ছাত্রছাত্রী নিয়ে যাব। আপনার বিরুদ্ধে তারাই লড়াই করবে।' সেই আক্রমণের জবাবে এবিপি আনন্দের স্টুডিওয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,'আপনারাই হাজার হাজার স্টুডেন্টকে জোচ্চুরি করে চাকরি দেননি। পরিষ্কার জোচ্চুরি করে দেননি। আজ ধরা পড়ে গিয়েছেন, একের পর এক মামলায় ধরা পড়েছেন। আপনাদের পার্থ চট্চোপাধ্যায় কেন জেলে? কেন তাকে বের করে আনতে পারছেন না?' এর পরই তাঁর দাবি, 'তাঁকে দল থেকে বের করে দিয়ে নিজেরা বেঁচেছেন, তার পর বলছেন আপনারা কিছু জানেন না। এটা কখনও হয়? আপনি মুখ্যমন্ত্রী, আপনি জানেন না আপনার শিক্ষা দফতরে ঘোরতর চুরি হচ্ছে? এটা হয় না কখনও।'
আরও যা...
হালেই কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন, ডোরিনা ক্রসিংয়ের জনসভায় তাঁকে একহাত নেন তৃণমূলনেত্রী। বলেন, 'বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে যোগ দিচ্ছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন? আইনে কোনটা বেঠিক, কোনটা সঠিক জানি। কলকাতা সুরক্ষিত শহর। এরা কেউকেটা, তবে আমি খুশি তাদের মুখোশটা খুলে পড়েছে।' অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অবশ্য জবাব, 'কোনও মুখোশ ছিল না। সুতরাং খুলে যাওয়ার প্রশ্ন নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের উত্তেজনাকর ডায়লগ বলতে অভ্যস্ত, সত্যমিথ্যা মিশিয়ে দেন।' সঙ্গে বলেন, 'ওঁকে কারা যেন বুঝিয়ে দিয়েছেন, যে আমি জাজের চেয়ারে বসে বিজেপিতে যোগদানের কথা বলেছি। সম্পূর্ণ অসত্য কথা।'তাঁর যুক্তি, 'SSC মামলায় যখন নির্দেশ দিয়েছিলাম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলতে হবে, কেউ ঢুকতে পারবেন না। সিবিআই গিয়ে হার্ড ডিস্ক উদ্ধার করে আনল... তাতে দেখা গেল ১২-র চেয়ে ৫২ বেশি। এই জোচ্চুরিটা কে করেছিল? আমি? আপনি তো বরাবর জোচ্চুরিকে সমর্থন করে এসেছেন। এই ভাবে রাজ্য চলে? রাজ্যটাকে শেষ করে দিয়েছেন।' প্রাথমিক শিক্ষা নিয়েও একই বিষয় হয়েছে বলে দাবি তাঁর। পদত্যাগ করে যেদিন ফিরে আসছেন, সেদিনের একটি ঘটনার কথা বৃহস্পতিবার এবিপি আনন্দের স্টুডিওয় বলেছেন তিনি। তাঁর কথায়, 'কোর্ট থেকে পদত্যাগ করে যখন চলে আসছি ৩-৪ আইনজীবী আমাকে বললেন, জানেন আমাদের এলাকায় কী হয়েছে? একজন বলল, আমি ৪টে চাকরি কিনে নিলাম। একটা আমি করব। বাকি ৩টে বিক্রি করে দেব। যে টাকা দিলাম, উঠে আসব।' তাঁর খেদ, 'এসব নিয়ে উনি(মমতা বন্দ্যোপাধ্যায়) কখনও খোঁজ নেন না, আগেও কখনও নেননি। উনি নিজেই একজন দুর্নীতিগ্রস্ত। সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত মানুষ। শুধু টাকা নিলেই দুর্নীতিগ্রস্ত, তা তো নয়।
প্রশংসা ও সমালোচনা...
ঘটনা হল, এর আগে মুখ্যমন্ত্রী সম্পর্কে ইতিবাচক কথা শোনা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে। তা হলে এমন কড়া মন্তব্য কেন? তাঁর ব্যাখ্যা, 'বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছিলেন, তার প্রতি আমার শ্রদ্ধাবোধ রয়েছে। বিরোধিতা করতে গিয়ে তিনি মারা যাচ্ছিলেন। বেঁচে ফিরে গিয়েও বিরোধিতার পথ ছাড়েননি, বরং ওই দলতে উৎখাত করে ছেড়েছেন। এই বিরোধিতার স্পিরিটকে এখনও আমি শ্রদ্ধা করি। কিন্তু প্রশাসক হিসেবে তিনি যা করেছেন, তাকে শূন্যের চেয়েও নিচে কিছু দিতে হয়। আমি শূন্য দিয়েছি। প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় শূন্য।'
আরও পড়ুন:তৃণমূলের বিদায়পর্ব শুরু, বাংলায় BJP-কে দরকার, যোগদান করেই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়