Bagdogra Airport: আজ থেকে বন্ধ বাগডোগরা বিমানবন্দর, পর্যটন শিল্পে ধাক্কার আশঙ্কা
আজ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রানওয়ে মেরামতের জন্য বন্ধ থাকবে এয়ারপোর্ট। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ। পর্যটন শিল্পে বড়সড় ধাক্কার আশঙ্কা।
বাচ্চু দাস, শিলিগুড়ি: আজ থেকে বন্ধ বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Aiport)। আজ থেকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রানওয়ে মেরামতের জন্য বন্ধ থাকবে এয়ারপোর্ট। দুর্ঘটনা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বিমান বন্দর কর্তৃপক্ষ। পর্যটন শিল্পে (Tourism) বড়সড় ধাক্কার আশঙ্কা।
বন্ধ বাগডোগরা বিমানবন্দর: কী কাজ হবে এই ১৫ দিন? বিমান বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মূলত তিন কিলোমিটার ৯ হাজার স্কোয়ার ফিট রি কার্পেট করা হবে। আর তাই বাগডোগরা এয়ারপোর্ট থেকে সমস্ত রকম বিমান ওঠা নামার পর নিষেধাজ্ঞা রয়েছে। ৩৬ টি বিমানের মাধ্যমে প্রতিদিন প্রায় বাগডোগরা এয়ারপোর্টে ৫ হাজার যাত্রী ওঠানামা করেন। এর মধ্যে বেশিরভাগই পর্যটক।
পর্যটন শিল্পে ধাক্কার আশঙ্কা: বিগত দিনে করোনা প্রকপের কারণে পর্যটনশিল্প অনেক ক্ষতি হয়েছে। বিমান পরিষেবা বন্ধ থাকলে ফের ধাক্কা খাবে পর্যটন শিল্পও। এমনটাই আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের বক্তব্য গত ৫ থেকে ৭ বছরের মধ্যে এই বছর রেকর্ড সংখ্যক পর্যটক মার্চ মাস থেকেই আশা শুরু করেছিল। এটা এপ্রিল মে মাস পর্যন্ত চলত। ব্যবসায়ীদের বক্তব্য, "করোনাকালে যে ক্ষতি হয়েছিল সেই পরিস্থিতি কাটিয়ে অনেকটাই আশার আলো আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই সময় এয়ারপোর্ট বন্ধ থাকায় স্বাভাবিকভাবে পর্যটন শিল্পে সমস্যা হবে। মেরামতের কাজ করার জন্য এটি একটি ভুল সময়। আশা রাখব ১৫ দিনের মধ্যে যেন সম্পূর্ণ কাজ মিটে যায়। না হলে সাংঘাতিক ধাক্কা হবে পর্যটন শিল্পে।''
বাগডোগরা বিমানবন্দর: তবে এয়ারপোর্ট অথরিটির বক্তব্য রানওয়ে টি আইএফ (TIF) এর তত্ত্বাবধানে রয়েছে। এরাই বর্ডার রোড অরগানাইজেশন এদের মাধ্যমে কাজটি করাচ্ছে । দেড় বছর ধরে কাজ চলছে রানওয়ে। এটাই ফাইনাল লেয়ার এর কাজ। আশা রাখব নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হবে। অন্যদিকে এয়ারপোর্ট বন্ধ থাকায় চাপ বেড়েছে লং রুটের বাস পরিষেবা। উচ্চমানের এসি সবগুলো বাসে অ্যাডভান্স বুকিং চলছে।