Bally Bridge: আজ থেকে বালি ব্রিজে স্বাভাবিক হবে পরিষেবা? শিয়ালদা-ডানকুনি ট্রেনও চলবে সময়ে?
Sealdah Dankuni Train: আজ থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক।

ভাস্কর ঘোষ, বালি: যানজট, বাসে মাত্রারিক্ত ভিড়, দুর্ভোগ, বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও চরম হয়রানির শিকার হয়েছিলেন যাত্রীরা। তবে এবার স্বস্তি। বালি ব্রিজ ও সি সি আর ব্রিজে রেল লাইন মেরামতির জন্য গত ২২ তারিখ রাত বারোটা থেকে প্রায় ১০০ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বালি ব্রিজের কাজ শেষ হবার পর আজ থেকে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় খুশি যাত্রীরা। অন্যদিকে বালি ব্রিজেও যান চলাচল একেবারেই স্বাভাবিক।
গত বৃহস্পতিবার ভোররাত থেকে বালি ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়। নির্দেশ মতো দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া সমস্ত যানবাহন ঘুরিয়ে নিবেদিতা সেতু দিয়ে চলাচল করে। যাত্রীদের সমস্যার কারণে রেলিং কেটে রাস্তা গড়ে দিয়েছিল পুলিশ। অবশেষে কাজ সম্পূর্ণ হওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়েছে বলেই জানা গিয়েছে।
রেল সেতুর মেরামতির জন্য বন্ধ ছিল বালি ব্রিজের একাংশ। চারদিন ধরে ১০০ ঘণ্টা কাজ চলেছিল। যে কারণে বালি ব্রিজের দক্ষিণেশ্বরের দিকের লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ভোগান্তির অবসান ঘটে সোমবার সকালে। স্বাভাবিক পথেই বালি ব্রিজ হয়ে যানবাহন চলাচল করছে।
আরও পড়ুন, সাধুবাবার পায়ের স্পর্শে ভ্যানিশ ক্যান্সার-সহ একাধিক রোগ! মহাকুম্ভে এ যেন মহা 'ভেল্কি'!
সূত্রের খবর, বালি ব্রিজের পুরনো গার্ডার ও রেল ট্রাক পরিবর্তনের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। নিয়মমাফিক আবার ট্রেন চলাচল করছে স্বাভাবিক নিয়মে। বালি ব্রিজেও যান চলাচল আগের মতোই সকাল থেকে স্বাভাবিক।
CCR ব্রিজ সংস্কারের কারণে দক্ষিণেশ্বর থেকে বালি-ডানকুনির দিকে যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধুমাত্র দুচাকা ও তিনচাকা যান চলাচলে ছাড় দেওয়া হয়েছিল। শুক্রবার সকাল ৮টার মধ্যে কাজ শেষ করে রাস্তা থেকে যন্ত্রপাতি সরাতেই পারেনি রেল। যার জেরে প্রবল যানজট তৈরি হয়। বালি ঢোকার অনেকটা আগে থেকে ডানলপ পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল যান চলাচল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
