Bangladesh News : বাংলাদেশে তালিবানি মডেল ! মহিলাদের যেন জিনিস বিক্রি না করা হয় - গা শিউরে ওঠা হুঁশিয়ারি কট্টরবাদীদের
'দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনও মহিলা প্রবেশ করবে না।' বাংলাদেশে ঘোষণা
ভয়ঙ্কর, ভয়াবহ, এ যেন অশনি সঙ্কেত । এ ছবি তালিবান শাসিত কাবুলিওয়ালাদের দেশের নয়, আমার-আপনার পড়শি দেশের। এটাই অধুনা সোনার বাংলার চিত্র। শেষ কয়েক দশকে, যে বাংলাদেশকে চালিয়েছেন মহিলারা! সেই দেশেই কি মহিলাদের ওপর তালিবানি ফতোয়া নেমে আসতে চলেছে? গান-গাওয়া কিংবা গান শোনার অধিকার তো আগেই ছিল না। এখন প্রকাশ্য়ে সামান্য় জোরে কথা বলার অধিকারটুকুও নেই আফগানিস্তানের মহিলাদের! এই তালিবানি মডেলই কি অনুসরণ করতে চলেছে বাংলাদেশ? বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল যে ভিডিও পোস্ট করলেন, তাতে রাতের ঘুম চলে যাওয়ারই কথা ।
গোপালগঞ্জে মাইকে ঘোষণা চলছে , 'এই এলাকার মধ্যে কোনও মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইরা কোনও মহিলার কাছে কোনও কিছু বিক্রয় করব না।' ভিডিওটি পোস্ট করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি এই ভিডিওটি বঙ্গবন্ধু মুজিবর রহমানের জন্মভিটে গোপালগঞ্জের! এই ভিডিওতে দেখা যাচ্ছে, মাইক হাতে বাজারের ভিতরে প্রচার করা হচ্ছে, যাতে মহিলাদের জিনিসপত্র বিক্রি না করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, ঘোষণা হচ্ছে, 'দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনও মহিলা প্রবেশ করবে না। যদি কোনও মহিলা আসে আমরা তাদের সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দেব। তাদের কাছে আমরা কোনও কিছু কেনাবেচা করব না। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদের শুনিয়ে দেব। '
ভিডিওটি পোস্ট করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ও বিধায়ক লিখেছেন, গোপালগঞ্জের গহরডাঙায় কট্টরপন্থী ইসলামিরা মহিলাদের বাজারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক যে জেলা, সেখানে এই ধরনের পশ্চাদমুখী বিধিনিষেধ অবমাননাকর এবং উদ্বেগজনক।
'সাম্যের গান গাই। আমার চক্ষে পুরুষ-রমণী কোনও ভেদাভেদ নাই।' - 'নারী' কবিতায় প্রথম দু-লাইন কথাগুলি লিখেছেন, বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলাম। তাঁর দেশেই কি নারীদের উপর নেমে আসতে পারে ফতোয়া?