Bangladesh Update: পদ্মাপারে অব্যাহত অশান্তি, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু
India Bangladesh Border: উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চলছে রফতানি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে দু'দেশের মানুষের যাতায়াত চলছে।
![Bangladesh Update: পদ্মাপারে অব্যাহত অশান্তি, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু Bangladesh Update Chaos Situation India-Bangladesh bilateral trade relations open Bangladesh Update: পদ্মাপারে অব্যাহত অশান্তি, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/07/089e10152869c18a152547e8e40f0d94172301770101651_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বাংলাদেশে ডামাডোল (Bangladesh Update) পরিস্থিতির মধ্যেও, প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু। কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে একটু একটু করে ছন্দে ফিরছে সীমান্ত বাণিজ্য।
দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু: উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চলছে রফতানি। এপার বাংলার ঘোজাডাঙার ওপারেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বাংলাদেশের শিল্পের জন্য ভারত থেকে কাঁচামাল যায় এই সীমান্ত দিয়ে। গতকাল থেকে ঘোজাডাঙা সীমান্তে শুরু হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত। এপারে কাজে আসা বাংলাদেশিরা একরাশ উদ্বেঘ আর উৎকণ্ঠা নিয়ে ফিরছেন নিজের দেশে। আর বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এপারে আসছেন অনেকে। যাত্রীদের নিয়ে বাস এখন বাংলাদেশের ভিতরে যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। বাংলাদেশের বেনাপোল হয়ে দেশে ফিরছেন তাঁরা। পেট্রাপোল সীমান্তে আজও কড়া নজরদারি চালাচ্ছে BSF.
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে দু'দেশের মানুষের যাতায়াত চলছে। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় লরি হিলি সীমান্ত হয়ে ফিরছে দেশে। গতকাল থেকেই তা শুরু হয়েছিল। এদিনও বাংলাদেশ থেকে ফিরছে একের পর এক ভারতীয় লরি। বাংলাদেশে পাঠানোর জন্য যে লঙ্কা, পেঁয়াজের মতো যে সব কাঁচামাল সীমান্তে আটকে ছিল, তাও পাঠানো হচ্ছে বাংলাদেশে। মালদার ইংরেজবাজারের মহদিপুর স্থল বন্দরে আজ থেকে শুরু হয়েছে রফতানি বাণিজ্য। মালদা জেলায় ১৭৩ কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে BSF.
এদিকে হাসিনা সরকারের পতনের পর থেকেই হয়ে চলেছে একের পর এক হামলা। এই পরিস্থিতিতে দেশ ছেড়েছেন পূর্বতন হাসিনা মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। দেশ ছেড়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দেশ ছেড়েছেন হাসিনা সরকারের সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমবায়মন্ত্রীও। ইতিমধ্যেই হাসিনা মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে। গতকালই দেশ ছাড়ার সময় ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় হাসিনা সরকারের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদকে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। দেশ ছাড়তে গিয়ে আটক হন হাসিনা সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)