Bankura Campaigning Chaos: সায়ন্তিকার মিছিল থেকে বিজেপি বিধায়ককে চোর স্লোগান, পুরভোটের প্রচার ঘিরে উত্তেজনা
বিজেপি বিধায়ককে ‘চোর’ তকমা দিয়ে স্লোগানে আওয়াজ তুলল তৃণমূল (TMC)। মঙ্গলবার বিকেলে এমন ঘটনার সাক্ষী হল বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ড।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: তৃণমূলের (TMC) মিছিল থেকে বিজেপি বিধায়ককে (BJP MLA) উদ্দেশ্য করে উঠল চোর স্লোগান। পুরভোটের প্রচার (Municipality Vote) ঘিরে উত্তেজনা ছড়াল বাঁকুড়া (Bankura) শহরের ১৬ নম্বর ওয়ার্ডে। বাগযুদ্ধে জড়ালেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক (Bankura BJP MLA) এবং ওই কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী (TMC Candidate)।
বিজেপি বিধায়ককে ‘চোর’ তকমা দিয়ে স্লোগানে আওয়াজ তুলল তৃণমূল (TMC)। মঙ্গলবার বিকেলে এমন ঘটনার সাক্ষী হল বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের কানকাটা এলাকায় বিকেল সাড়ে ৪টে থেকে জনসংযোগ যাত্রার ডাক দেয় তৃণমূল। নেতৃত্বে ছিলেন শাসকদলের তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)।
বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) ১৬ নম্বর ওয়ার্ডেই বাঁকুড়ার বিজেপি বিধায়ক (BJP MLA) নীলাদ্রিশেখর দানার বাড়ি। বিজেপি বিধায়কের গাড়ি যখন বাড়ি থেকে বেরিয়ে কিছুটা এগিয়েছে, সামনে চলে আসে তৃণমূলের মিছিল। বিজেপি বিধায়কের গাড়ি দেখেই মিছিল থেকে স্লোগান ওঠে।
এই স্লোগান থিতিয়ে যেতেই বিজেপি বিধায়ককে উদ্দেশ্য করে চোর তকমা দিয়ে স্লোগান তোলা হয়। মিছিলের সামনে থাকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেও এই স্লোগান দিতে দেখা যায়। তখনকার মতো বেরিয়ে গেলেও পরে ক্ষোভ উগরে দেন বাঁকুড়ার বিধায়ক।
বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কথায়, তৃণমূল পুর নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে হেরেছে। বিধানসভাতেও ওয়ার্ডগুলোয় পিছিয়ে আছে। ক্ষোভ থেকে এসব বলছে। আমি কী ধরনের কাজ করি, কত সততার সঙ্গে। যারা বলছে চোর, তারা বলুক তো নিজেদের সৎ। চোর নয় তারা, নিজেদের ছেলেমেয়েদের মাথায় হাত দিয়ে বলুক তো। সায়ন্তিকা ছোট বোনের মতো। এলাকায় অতিথি হিসেবে এসেছে ভোট প্রচারে। উদ্দাম উন্মত্ত পরিস্থিতি তৈরি করল। এলাকার মানুষ কাছ থেকে দেখল।
যদিও এই স্লোগানে ভুল কিছু দেখছে না তৃণমূল। তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ও কী কাজ করছে না করছে, বাঁকুড়ার মানুষ ভাল করেই দেখছে। আমার কাছে যেটুকু খবর আছে, উনাকে দেখা যায় না। আমি যতদূর জানতাম উনার বিরুদ্ধে মিসিং ডায়েরি হোত। উনাকে তো সইসাবুদের কাজে পাওয়া যায় না। এর আগেও উনার ওয়ার্ডে গিয়েছি। ওখানে ড্রেনের যা অবস্থা দুর্গন্ধে কান্নাকাটি করে। মানুষের অভিযোগ, সেই কারণেই স্লোগান।
গত পুরভোটে তৃণমূল বাঁকুড়া পুরসভা দখল করলেও, ১৬ নম্বর ওয়ার্ডে জয়ী হন বিজেপির নীলাদ্রিশেখর দানা। এবার বিধানসভা ভোটে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা? উত্তরবঙ্গে ৫ বিজেপি নেতার ইস্তফার ইচ্ছে প্রকাশ ঘিরে জল্পনা!