Chhatna News: স্কুটি এবং নগদের দাবিতে অত্যাচার! ছাতনায় রহস্যমৃত্যু গৃহবধূর, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ
Bankura News: বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত জিড়রা গ্রামের ঘটনা। মৃতার নাম সমাপ্তি মণ্ডল।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বিয়ের মাত্র তিন মাসের মাথায় অস্বাভাবিক মৃত্য়ু গৃহবধূর (Housewife Death)। তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ছাতনায়। মৃতার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁর বাপেরবাড়ির লোকজন। ভালবেসে বিয়ে করলেও, বিয়ের পর থেকে দাবিমতো স্কুটি এবং ৫০ হাজার টাকা না মেলা নিয়ে মেয়ের উপর অত্যাচার চলত বলে দাবি তাঁদের। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামী এবং শাশুড়িকে আটক করেছে পুলিশ (Allegation of Dowry)।
পণের জন্য অত্যাচার শ্বশুরবাড়িতে! অভিযোগ মৃতার পরিবারের
বাঁকুড়া (Bankura News) জেলার ছাতনা (Chhatn News) থানার অন্তর্গত জিড়রা গ্রামের ঘটনা। মৃতার নাম সমাপ্তি মণ্ডল। পরিবার সূত্রে খবর, মাস তিনেক আগে জিড়রা গ্রামের রমেন মণ্ডলকে ভালবেসে বিয়ে করেন সমাপ্তি। স্থানীয় বেসরকারি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন রমেন। বিয়ের পর থেকে একটি স্কুটি এবং নগদ ৫০ হাজার টাকা পণের দাবিতে সমাপ্তির উপর চাপ দিতেন রমেন এবং তাঁর মা মমতা মণ্ডল।
জিজ্ঞাসাবাদে রমেনের পরিবারের তরফে পুলিশ সূত্রে জানতে পেরেছে যে, শনিবার সকালে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোন রমেন। তার কিছু ক্ষণ পর নিখোঁজ হয়ে যান সমাপ্তি। দীর্ঘ ক্ষণ খোঁজাখুঁজির পর বাড়ির নির্মীয়মান শৌচাগারে তাঁর ঝুলন্ত দেখতে পান শাশুড়ি। এর পর ফোন করে রমেনকে বিষয়টি জানান তিনি। তাতে বাড়ি ফিরে এসে গলার ফাঁস খুলে সমাপ্তির দেহ নামান রমেন।
আরও পড়ুন: Budbud News: অযোধ্যা পাহাড়ের টানে বেরিয়েছিলেন, জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু দুই বন্ধুর
এ দিন খবর পেয়ে ওই বাড়িতে হাজির হয় ছাতনা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠান হয়। খবর পেয়ে মৃতার বাপের বাড়ির লোকজনও ছুটে আসেন। ছাতনা থানায় মৃতার স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধ অভিযোগ দায়ের করেন তাঁরা।
সমাপ্তি আত্মঘাতী হয়েছেন, দাবি স্বামী রমেনের
রমেনের দাবি, সমাপ্তি আত্মহত্যা করেছেন। কিন্তু সমাপ্তির পরিবারের দাবি, তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। রমেন এবং তাঁর মায়ের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দায়ের করেছেন তাঁরা। তার ভিত্তিতে রমেন এবং তাঁর মাকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।