CPM : নজরে পঞ্চায়েত ভোট, বাঁকুড়ার ভাদুলে দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয় খুলল সিপিএম
Panchayat Vote : রাজ্যে হারানো জমি ফিরে পেতে গ্রাম বাংলার ভোটকে টার্গেট করতে চাইছে সিপিএম
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) মুখে বাঁকুড়ার (Bankura) ভাদুলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কার্যালয় খুলল সিপিএম। ক্ষমতা থাকলে এখনই ভোট করাক, বলে রাজ্যের শাসকদলের উদ্দেশে কড়া ভাষায় আক্রমণ শানাল সিপিএম (CPM) নেতৃত্ব। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
"তৃণমূলের মুরোদ থাকলে পঞ্চায়েত নির্বাচন করুক। আমরা তৈরি। মানুষও তৈরি আছে।" বহুদিন ধরে বন্ধ থাকা পার্টি অফিস খুলে এই ভাষাতেই তৃণমূলের উদ্দেশে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিপিএমের রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায়।
বাঁকুড়ার ২ নম্বর ব্লকের ভাদুলে সিপিএমের এই পার্টি অফিস দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়েছিল। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে নতুন করে এই পার্টি অফিস খোলার উদ্যোগ নেয় সিপিএম নেতৃত্ব। সোমবার ভাদুলের পার্টি অফিস খোলার পরই তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সিপিএম-এর রাজ্য কমিটির সদস্য। অভয় মুখোপাধ্যায় বললেন, রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সময় পেরিয়ে যাচ্ছে। অথচ রাজ্য সরকার পঞ্চায়েত নির্বাচন করার কোনও উদ্যোগ নিচ্ছে না। এটা গণতান্ত্রিক অধিকার।
আরও পড়ুন ; লক্ষ্য পঞ্চায়েত ভোট, মিনি বিধানসভার জন্য ঘুঁটি সাজাচ্ছে বাম শিবির
পাল্টা তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিবাজি বন্দ্যোপাধ্যায় বলেন, "সিপিএম এ রাজ্যে জীবাষ্মে পরিণত হয়েছে। তাই তাদের কথার কোনও গুরুত্ব নেই।"
চলতি বছর জুন মাসে শেষ হয়ে যাচ্ছে পঞ্চায়েতের মেয়াদ। কিন্তু পঞ্চায়েত ভোট কবে ? সেই প্রশ্নের উত্তর এখনও নেই।
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের আগেই চব্বিশের লোকসভা ও ছাব্বিশের বিধানসভা ভোটের টার্গেট বেঁধে দিয়েছেন বিজেপি-তৃণমূল দুই যুযুধান দলের ২ হেভিওয়েট নেতা। এই পরিস্থিতিতে রাজ্যে হারানো জমি ফিরে পেতে গ্রাম বাংলার ভোটকে টার্গেট করতে চাইছে সিপিএম। তাতে অবশ্য গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা।
আরও পড়ুন ; কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আপনি অ্যাজমার শিকার? কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন?
বছর ঘুরলেই লোকসভা ভোটের দামামা বেজে যাবে। তার দুই বছর বাদে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ইতিমধ্য়েই এই দুই বড় ভোট নিয়ে টার্গেট বাধতে শুরু করে দিয়েছে তৃণমূল-বিজেপি। বামেরা আবার অন্য় কৌশল নিয়েছে। বিধানসভায় শূন্য় হয়ে যাওয়ার পর, তাদের নজর এখন পঞ্চায়েত ভোটের দিকে। গ্রাম বাংলার দিকে। এ যেন অনেকটা গ্রাম দিয়ে শহর ঘেরার মতো কৌশল!
আরও পড়ুন ; সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?