![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bankura News: সরকারি চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়! অভিযুক্ত দম্পতি, স্বামীর জামিন, গ্রেফতার স্ত্রী
Khatra News: অভিযুক্ত দম্পতির খপ্পরে এলাকার বেশ কয়েক জন প্রতারিত হয়েছেন বলেও দাবি করেন অভিযোগ।
![Bankura News: সরকারি চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়! অভিযুক্ত দম্পতি, স্বামীর জামিন, গ্রেফতার স্ত্রী Bankura Khatra couple accused of cheating youths in the name of government jobs women in jail custody Bankura News: সরকারি চাকরির লোভ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায়! অভিযুক্ত দম্পতি, স্বামীর জামিন, গ্রেফতার স্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/6dfab1815a50ecf09bd4d47cad3f1efe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: সরকারি চাকরির (Government Job) লোভ দেখিয়ে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ। কাঠগড়ায় প্রাথমিক শিক্ষক এবং তাঁর স্ত্রী। একজন, দু'জন বাঁকুড়ায় (Bankura News) অনেক বেকার যুবককেই সরকারি চাকরির লোভ দেখিয়ে তাঁরা মোটা টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষক গ্রেফতার হওয়ার পর জামিনও পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই। তাঁর স্ত্রীকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Fraud)।
সরকারি চাকরির লোভ দেখিয়ে মোটা টাকা হাসিল!
বাঁকুড়ার খাতড়া শহরের রাজাপাড়া হাটতলা এলাকার ঘটনা। অভিযুক্ত পেশায় প্রাথমিক শিক্ষক অঞ্জনকুমার চন্দ্র এবং তাঁর স্ত্রী মেঘমালা ভট্টাচার্য চন্দ্র। অভিযুক্ত শিক্ষক প্রাক্তন সেনাকর্মী, বর্তমানে শিক্ষকতা করেন বলেও জানা গিয়েছে। ২০২১ সালের ৩ এপ্রিল আগে তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন এক যুবক। তিনি জানান, সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ওই দম্পতি মোট আট লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন (Cheating)।
শুধু তিনি একা নন, অভিযুক্ত দম্পতির খপ্পরে এলাকার বেশ কয়েক জন প্রতারিত হয়েছেন বলেও দাবি করেন অভিযোগকারী ওই যুবক। তিনি জানান, সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে আরও এক যুবকের কাছ থেকে টাকা নিয়েছিলেন স্বামী-স্ত্রী। পরে খাদ্য দফতরের নিয়োগপত্রও ওই যুবকের হাতে ধরান তাঁরা। পরবর্তী কালে জানা যায় ওই নিয়োগপত্রটি আসলে ভুয়ো। এমন ভাবে আরও অনেকেই প্রতারিত হয়েছেন বলে অভিযোগ।
আরও পড়ুন: Bankura: ভূগোলে স্নাতকোত্তর-বিএড, শিক্ষিকার চাকরি না পেয়ে হকারিকেই পেশা করলেন বৃষ্টি
গত বছর অভিযোগটি দায়ের করেছিলেন নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করা ওই যুবক। তার পর ওই দম্পতি গা ঢাকা দেন বলে জানা গিয়েছে। সম্প্রতি চাকরি দেওয়ার নামে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসায়, বিষয়টি নিয়ে নতুন করে সক্রিয়তা দেখা দেয়। অভিযুক্ত শিক্ষককে আগে গ্রেফতার করে পুলিশ। পরে যদিও জামিনে মুক্তি পেয়ে যান তিনি।
অভিযুক্ত মহিলার জেল হেফাজত
ঘটনার পর থেকে পলাতক ছিলেন অভিযুক্ত শিক্ষকের স্ত্রী। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে তাঁর আশ্রয়স্থলে হানা দেয় পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ওই মহিলাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হয়। আগামী ৪ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। যদি অভিযুক্ত পক্ষের আইনজীবী গোটা ঘটনাকে চক্রান্ত বলে দাবি করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)