UPSC: দেশের মধ্যে সপ্তম, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় বড় সাফল্য বাঁকুড়ার বাসিন্দার
UPSC GSI Bankura Resident: একাধিকবার সাফল্যের কাছে পৌঁছেও সফলতা আসেনি, তবু হার মানেননি তিনি, আর এবার দিগন্ত ছুঁয়ে রেজাল্ট আনলেন বাঁকুড়ার বাসিন্দা...
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: দেশ জুড়ে সাড়া ফেলেছে বিধু বিনোদ চোপড়ার ছবি 'টুয়েলভথ্ ফেল।' ঠিক এহেন সময়েই এল সুখবর। তবে রিল নয়, রিয়েল! একাগ্রতা, জেদ আর ইচ্ছাশক্তি থাকলে জীবনে সফলতা আসবেই, এবার প্রমাণ করে দেখালেন বাঁকুড়ার জঙ্গলমহলের সারেঙ্গার বাসিন্দা পার্থ করণ। একাধিকবার সাফল্যের দোরগোড়ায় পৌঁছেও সফলতা আসেনি, তাতেও ভেঙ্গে পড়েননি এই যুবক। অবশেষে তাক লাগানো সাফল্য তাঁর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ( UPSC) জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরীক্ষায় (Geological Survey of India Examination) একেবারে সপ্তম স্থান অধিকার করে ফেলেছেন তিনি। তাঁর এই সাফল্যে খুশীর হাওয়া জঙ্গল মহল জুড়ে।
ছোটো থেকেই অত্যন্ত 'মেধাবী' হিসেবেই পরিচিত সারেঙ্গার পার্থ করণ। বাবা অলোক করণ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, মা সন্ধ্যা করণ গৃহবধূ। ২০০৯ সালে সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতার স্কর্টিশ চার্চ কলেজ থেকে পদার্থ বিদ্যা বিভাগে অনার্সে ভর্তি হন। পরে সেখান থেকে পাশ করে আইআইটি গৌহাটি থেকে মাস্টার্স করেন তিনি। পরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য কোচিং নিতে দিল্লীতে যান। সেই সময় চার চারবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেও সফলতা আসেনি। তার মধ্যেও ভেঙ্গে পড়েনি উদ্যমী এই যুবক। বিষয় পরিবর্তন করে জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পরীক্ষার জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করেন। সেখানে প্রথমবার সাক্ষাৎকার পর্ব পর্যন্ত পৌঁছেও সাফল্য আসেনি। কিন্তু এবার একেবারে সাফল্যের চূড়ায় পৌঁছে গেলেন তিনি। ওই পরীক্ষাতেও সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করে নিলেন তিনি।
ছেলের এই সাফল্যে খুশী পার্থ-র বাবা অলোক করণ, মা সন্ধ্যা করণরা। তাঁরা বলেন, এই ধরণের পরীক্ষায় সাফল্যের ঘটনা এলাকায় প্রথম। ছেলে পরিশ্রম করেছিল, সফলতা এসেছে। বাবা-মা হিসেবে তাঁরা যথেষ্ট গর্বিত বলে জানান।ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের জিওলজিক্যাল সার্ভে অফ ইণ্ডিয়ার পরীক্ষায় দেশের মধ্যে সপ্তম স্থানাধিকারী পার্থ করণ তাঁর এই সাফল্যের পিছনে পরিবারের সদস্যদের পাশাপাশি সর্বস্তরের শিক্ষক ও বন্ধু বান্ধবদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। এই ধরণের প্রতিযোগীতামূলক পরীক্ষায় অন্যদের যেকোনও ধরণের সাহায্য করতে সে প্রস্তুত, কারণ সে যে ভুলটা করেছে অন্যরা যাতে ওই একই ভুল না করে, তা দেখাই তার লক্ষ্য বলে সে জানায়।
আরও পড়ুন, 'বাংলায় বেকারত্ব কমেছে', আর কী বললেন মুখ্যমন্ত্রী ?
ছাত্রের এই সাফল্যে খুশী সারেঙ্গা মহাত্মাজী স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তুষার কান্তি তপাদার। পার্থদের বাড়িতে এসে তাঁরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, 'জঙ্গলমহলের পিছিয়ে পড়া এলাকা থেকে আমাদের এই ছাত্রের এই সাফল্যে আমরা প্রত্যেকেই গর্বিত। আগামী দিনে সে আরও এগিয়ে যাক', এমনটাই তিনি চাইছেন বলে জানান।
Education Loan Information:
Calculate Education Loan EMI