Bengal SIR Row : প্রথমে ২ হাজার ২০৮, কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে !
Bengal SIR Row EC On Booths With Zero Death: কমিশনের রিপোর্ট চাইতেই মৃত্যুহীন বুথ নামল মাত্র ৭টিতে !

রুমা পাল, কলকাতা: কমিশনের কড়া ডোজ, ৪দিনেই মৃত্যুহীন বুথ নামল ৭টিতে! প্রথমে ২ হাজার ২০৮, সেখানে থেকে ৪৮০, তারপরে ২৯। কমিশনের রিপোর্ট চাইতেই মৃত্যুহীন বুথ নামল মাত্র ৭টিতে ! মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, স্থানান্তরিত ভোটার শূন্য মাত্র ৭টি। দক্ষিণ ২৪ পরগনায় মাত্র ১টি বুথ মৃত্যুহীন। পূরণের পরে ইতিমধ্যেই সব ফর্ম ফেরত।
আরও পড়ুন, 'তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ?' তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই এবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের !
প্রথম দফায় কমিশনের কাছে আসে ২২০৮টি বুথের তালিকা। সেই তালিকায় শীর্ষে ছিল দক্ষিণ ২৪ পরগনা, মৃত্যুহীন বুথ ছিল ৭৬০টি। পূরণের পর সব ফর্ম ফিরে আসার তালিকায় মালদার মাত্র ২টি বুথ। হাওড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ায় ১টি করে বুথ শুধু মৃত্যুহীন। সোমবার মৃত্যুহীন বুথ ২২০৮, মঙ্গলে ৪৮০, বুধে ২৯, বৃহস্পতিতে কমে ৭।
নির্বাচন কমিশনের তরফে নির্দেশ দেওয়া হল, এবার জেলায় জেলায় বৈঠক করবেন BLO-রা। কত এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে? কত এনুমারেশন ফর্ম সংগ্রহ করা হয়েছে? কতগুলি ফর্ম ডিজিটাইজ করা হয়েছে? মোট মৃত ভোটার কতজন রয়েছেন? পাকাপাকিভাবে স্থানান্তরিত হওয়া ভোটারের সংখ্যা কত? কতজন SIR ফর্ম নেননি? এই সমস্ত হিসেব একজায়গায় করে একটি ফর্ম ফিলআপ করতে হবে BLO-দের। তাতে তাঁদের সইয়ের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের BLA-দেরও সই করতে হবে!
কমিশন সূত্রে খবর, মঙ্গলবার জেলা থেকে যে রিপোর্ট এসেছে, সেখানে দেখা যাচ্ছে, সমস্ত ফর্ম ফেরত এসেছে, এরাজ্য়ে এমন পোলিং স্টেশনের সংখ্য়া ২ হাজার ২০৮ থেকে কমে হয়েছে ৪৮০।এত ঘনঘন সংখ্য়া বদল কেন? অথচ, SIR প্রক্রিয়ায় গরমিল ধরতে নির্বাচন কমিশন নানা পন্থা নিয়েছে। যেমন 'আধার' কর্তৃপক্ষের কাছে মৃত ব্য়ক্তিদের তথ্য় চাওয়া হয়েছে।মৃত্য়ুর পর কাদের রেশন কার্ড বাতিল হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত্য়ুর পর কারা রাজ্য় সরকারের 'সমব্য়থী প্রকল্পে'র সুবিধা নেওয়া হয়েছে, সেই তথ্য় একত্রিত করা হচ্ছে।
এমনকী, ভোটার তালিকা যাচাই করে ভুয়ো ভোটার খুঁজতে AI প্রযুক্তিরও সাহায্য় নেওয়া হচ্ছে। তৈরি হয়েছে নির্বাচন কমিশনের স্পেশাল টিম-ও। পশ্চিমবঙ্গে SIR-এর স্পেশাল রোল অবজার্ভার হিসেবে অবসরপ্রাপ্ত IAS অফিসার সুব্রত গুপ্তকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। পাশাপাশি SIR প্রক্রিয়ার জন্য় ১২ জন অভিজ্ঞ IAS অফিসারকে অবজার্ভার হিসেবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কিন্তু, প্রশ্ন উঠছে, এরপরও কি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারবে নির্বাচন কমিশন? সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন,চোর পালালে বুদ্ধি বাড়ে, সিইওর অপদার্থতায়, কমিশনের অপদার্থতা।






















