Humayun Kabir: 'তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ?' তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই এবার বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবীরের !
Humayun Kabir On TMC : তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ? ফের বিস্ফোরক ভরতপুর সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর

আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্য়ায়, কলকাতা: তৃণমূল থেকে সাসপেন্ড হয়েই হুমায়ুন কবীর অভিযোগ করেছেন, বিজেপির সঙ্গে তলে তলে বোঝাপড়া রয়েছে তৃণমূলের। আবার হুমায়ুনকে সাসপেন্ড করতে গিয়ে ফিরহাদ হাকিম দাবি করেছেন, বিজেপিকে সাহায্য় করার জন্য় এই চেষ্টা। তাহলে তলে তলে কার সঙ্গে কার যোগাযোগ? এই বাদানুবাদই অস্ত্র তুলে দিয়েছে সিপিএমের হাতে।
আরও পড়ুন, 'স্বেচ্ছাচারিতার পাঁচালি' , মুখ্যমন্ত্রীর 'উন্নয়নের পাঁচালিকে' কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'আগামীদিনে RSS মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির কেউ মুখ্য়মন্ত্রী হোক, আমি স্বাগত জানাব'
ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, আগামীদিনে RSS মার্কা মুখ্য়মন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির কেউ মুখ্য়মন্ত্রী হোক, আমি স্বাগত জানাব।' তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে। তারা হচ্ছে দেশের শত্রু। একজন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী! আরকজন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড বিধায়ক!
কী অভিযোগ তুললেন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড হুমায়ুন কবীর ?
বৃহস্পতিবার সেই দু'জনই নাম না করে, পরস্পরের বিরুদ্ধে, বিজেপি এবং RSS-ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সুর চড়ালেন!এতদিন কেবল সিপিএম এবং কংগ্রেসের মুখেই তৃণমূল-বিজেপি আঁতাঁতের অভিযোগ শোনা যেত! বৃহস্পতিবার সরাসরি সেই অভিযোগ তুললেন তৃণমূল থেকে সদ্য় সাসপেন্ডেড হুমায়ুন কবীর।
''তলে তলে বিজেপির সঙ্গে যাদের আন্ডারস্ট্য়ান্ডিং, সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব'
ভরতপুর সাসপেন্ডেড তৃণমূল নেতা ও বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'তলে তলে বিজেপির সঙ্গে যাদের আন্ডারস্ট্য়ান্ডিং, সেই তৃণমূলের সঙ্গেও লড়াই করব। বিজেপির বিধায়কদের ভাঙিয়ে এনে তৃণমূলে রেখেছে। আমরা তৃণমূলের বিধায়ক, আমাদের কোনও মর্যাদা নেই। কথার গুরুত্ব দেয় না।'পাল্টা হুমায়ুনের বিরুদ্ধেও বিজেপি-ঘনিষ্ঠতার অভিযোগে সুর চড়িয়েছে তৃণমূল। তৃণমূল বিধায়ক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ভোটের সমীকরণে বিজেপিকে সাহায্য় করার জন্য় আজকে তারা এই কাজটা করার চেষ্টা করছে। আমাদের শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে ৩ বার আমরা ওঁকে (হুমায়ুন কবীর) সতর্ক করেছিলাম।
দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিংয়ের অভিযোগ তুলছে!
একদিকে তৃণমূলের সদ্য় সাসপেন্ডেড বিধায়ক। অন্য়দিকে, তৃণমূল শীর্ষনেতৃত্ব। দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্য়ান্ডিংয়ের অভিযোগ তুলছে! আর এই বাদানুবাদকেই অস্ত্র হিসেবে লুফে নিয়েছে সিপিএম। রাজনীতিতে পর্দার সামনে, আর পর্দার আড়ালে অনেক কিছু ঘটে!তাই কে কার শত্রু আর কে বন্ধু...তা নিয়ে বিতর্ক অন্তহীন!























