Bengal SIR Row: প্যাটিসকাণ্ডের বরণ বিতর্কে জড়িয়েছিল বিজেপি, এবার ফারাক্কায় BDO অফিসে তাণ্ডবে অভিযুক্তদের বরণ-বিতর্কে বিদ্ধ তৃণমূল !
Farakka BDO Office Attackers Welcome By TMC: ফারাক্কায় BDO অফিসে তাণ্ডবে অভিযুক্তদের বরণ-বিতর্কে বিদ্ধ তৃণমূল।

কলকাতা: এর আগে ব্রিগেডে প্যাটিসকাণ্ডে অভিযুক্তদের বরণ-বিতর্কে জড়িয়েছিল বিজেপি। এবার ফারাক্কায় BDO অফিসে তাণ্ডবে অভিযুক্তদের বরণ-বিতর্কে বিদ্ধ তৃণমূল।
আরও পড়ুন, হয়নি ডিভোর্স ! দ্বিতীয় বিয়ে হিরণের, শুনে কী প্রতিক্রিয়া স্ত্রী অনিন্দিতার ?
ব্রিগেডে প্যাটিসকাণ্ডে ৩ জন অভিযুক্ত জামিন পেতেই সম্বর্ধনা দিয়েছিল বিজেপি, আর এবার সেই ছায়াই ফিরল তৃণমূলে
সম্প্রতি, ব্রিগেডে প্যাটিসকাণ্ডে অভিযুক্তদের বরণ করে বিতর্কে জড়িয়েছিল বিজেপি। ৭ ডিসেম্বর ব্রিগেডে '৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ'-এর অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাকে মারধরের ভিডিও ভাইরাল হয়। ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়ার ১২ ঘণ্টার মধ্যে জামিন পেয়ে যান ৩ জনই। তারপর তাঁদের সম্বর্ধনা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তা নিয়ে তখন আক্রমণ শানাতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। আর এবার সেই ছায়াই ফিরল ফারাক্কায় BDO অফিসে তাণ্ডবে অভিযুক্তদের বরণ করতে গিয়ে।
ঠিক কী হয়েছিল BDO অফিসে ?
প্রথমে মুর্শিদাবাদের ফারাক্কা। তারপর উত্তর দিনাজপুরের চাকুলিয়া। পরপর দু'দিনে দুই জেলায় চলেছে বেনজির তাণ্ডব! বৃহস্পতিবার চাকুলিয়ায় যে BDO অফিসের তাণ্ডব চালানো হয়, তার মাত্র ৩০০ মিটার দূরত্বে থানা! হাঁটাপথে সময় লাগে মাত্র ৫ মিনিট। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, পুলিশ তাহলে কী করছিল? ফরাক্কাতেও তৃণমূল বিধায়কের সামনে, ভাঙচুর করা হয় BDO অফিস। এখনও তৃণমূল বিধায়ককে ছুঁতে পারেনি পুলিশ।
আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি সম্পত্তিতে!
প্রথমে মুর্শিদাবাদের ফারাক্কা, তারপর উত্তর দিনাজপুরের চাকুলিয়া। SIR শুনানি ঘিরে পরপর দু'দিনে দুই জেলায় চলেছে বেনজির তাণ্ডব। চাকুলিয়ায় যা ঘটেছে, তাতো কার্যত পুলিশের নাকের ডগায়। বৃহস্পতিবার চাকুলিয়ায় যে BDO অফিসের তাণ্ডব চালানো হয়, তার মাত্র ৩০০ মিটার দূরত্বে থানা! হাঁটাপথে সময় লাগে মাত্র ৫ মিনিট। অথচ কার্যত থানার নাকের ডগাতেই অবাধে চলে ভাঙচুর!তাও আবার প্রায় তিন ঘণ্টা ধরে। আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি সম্পত্তিতে!
''এমনটা কী করে সম্ভব? পুলিশ কী করছিল?"
এমনটা কী করে সম্ভব? পুলিশ কী করছিল? তাদের কি চুপ করে থাকতে বলা হয়েছিল? উঠছে নানা প্রশ্ন!বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব এসেছে তৃণমূলের তরফে। শুক্রবারও চাকুলিয়ার গোয়ালপোখর ২ নম্বর BDO অফিসে দেখা গেল ছড়িয়ে রয়েছে তাণ্ডবের চিহ্ন। বিডিও চত্বরে থাকা গান্ধী মূর্তির মাথা পর্যন্ত কেউ ভেঙে ফেলে দিয়েছে।বুধবার প্রায় একই রকম ছবি দেখা যায় মুর্শিদাবাদের ফরাক্কাতেও।স্থানীয় তৃণমূল বিধায়কের সামনে, তাঁরই অনুগামীরা ভেঙে চুরমার করে দেয় BDO অফিস।






















