Bhabanipur By-Elections: দম থাকলে বাড়িতে বসে থাকুন, মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন? তৃণমূলকে কটাক্ষ দিলীপের
দিলীপ ঘোষ বলেছেন, এ কথা তো তৃণমূল নন্দীগ্রামেও বলেছিল। কিন্তু ফলাফলে বুঝতে পেরেছেন কী হয়েছে।
ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিৎ সাউ, কলকাতা: ভবানীপুর উপনির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। হাইভোল্টেজ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। উপনির্বাচনের প্রচার ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তৃণমূল-বিজেপি বাকযুদ্ধ। ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে চেতলায় প্রচারে নেমে বিজেপি প্রার্থীকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম কটাক্ষ করে বলেছেন, প্রিয়ঙ্কা টিবরেওয়াল বাচ্চা মেয়ে, একবার হেরেছেন, আবারও হারবেন।
এর জবাবে বিজেপি প্রার্থী বলেছেন, বাচ্চা সবদিন বাচ্চা থাকে না। এ কথা ওনার জানা উচিত।
গতকাল রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষাধিক ভোটে জিতবেন। কারণ, এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও বিকল্প নেই।
তৃণমূল নেতাদের এই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেছেন, আমরা জেতার জন্য লড়ছি।
বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে বলে বলে তৃণমূল যে দাবি করছে, সে সম্পর্কে দিলীপ ঘোষ বলেছেন, এ কথা তো তৃণমূল নন্দীগ্রামেও বলেছিল। কিন্তু ফলাফলে বুঝতে পেরেছেন কী হয়েছে। যদি এতো দম থাকে তাহলে সব মন্ত্রীদের পাড়ায় পাড়ায় ঘোরাচ্ছেন কেন? বসে থাকুন লোক ভোট দিয়ে দেবে। আমরা লড়ব লোকের কাছে যাব। সিদ্ধান্ত তো মানুষ নেবেন।
সূত্রের খবর, উপনির্বাচনে বিধানসভা ভোটে পিছিয়ে থাকা ৬টি ওয়ার্ডের প্রচারে বাড়তি নজর দিচ্ছে গেরুয়া শিবির। শনিবার বিজেপির রণকৌশল নির্ধারণের বৈঠকে ঠিক হয়,প্রিয়ঙ্কা টিবরেওয়ালের ইলেকশন এজেন্ট হবেন বিজেপি নেতা সজল ঘোষ।ভবানীপুরে প্রচার চালাবেন রাজ্যের নেতারাই।
দিলীপ ঘোষও জানিয়েছেন, প্রচারে দলের কেন্দ্রীয় নেতৃত্বের কেউ আসছেন না। তিনি বলেছেন, উপনির্বাচনের প্রচারে কেন্দ্রীয় নেতৃত্ব আসে না।
বিজেপির তারকা প্রচারকদের তালিকায় বাবুল সুপ্রিয়র নাম থাকা সত্বেও প্রচারে যাবেন না জানিয়েছেন তিনি। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, প্রচার তো শুরু হয়নি এখনো। পার্টিই ঠিক করেছে কাকে কাকে নামাবে। বাকিদের সমস্যা কী আছে তা নিয়ে কথাবার্তা বলা যাবে।
বাবুল সুপ্রিয় জানিয়েছেন, কোনও রাজনৈতিক মঞ্চে যাবেন না। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, এটা আপনাদেরকে জানিয়েছেন, আমাদের জানাননি। পার্টি একটা পার্টির সিস্টেমে চলে। পার্টি কথা বলবে, সুবিধা-অসুবিধা অনুযায়ী সবাইকে কাজ দেবে।