West Bengal Election 2026: বিহারে ভোটের ফলের দিনই বাংলার ভোটপ্রস্তুতি, EVM পরীক্ষার জন্য বৈঠক ডাকল নির্বাচন কমিশন
EC Calls Meeting For West Bengal Election 2026: বিহারের ফল ঘোষণার দিনই, বাংলার বিধানসভা ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশনের

রুমা পাল, কলকাতা: বিহারের ফল ঘোষণার দিনই, বাংলার বিধানসভা ভোটের প্রস্তুতি নির্বাচন কমিশনের। ইভিএম পরীক্ষা করার জন্য বৈঠক ডাকল এবার নির্বাচন কমিশন। আগামী ২১ নভেম্বর রাজ্যের সমস্ত জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন, এমনই খবর পাওয়া যাচ্ছে। বিহারে যেদিন ফল ঘোষণা হল, সেই দিনই বাংলার বিধানসভা ভোটের, প্রস্তুতি নিতে চলেছে নির্বাচন কমিশন। এক মাস ধরে রাজনৈতিক দলের সদস্যদের সামনে হবে ইভিএম পরীক্ষা।
আরও পড়ুন, 'এবার বাংলার পালা..', বিহার ভোটের ফল বেরোতেই গর্জে উঠলেন শুভেন্দু
রাজ্যে, SIR প্রক্রিয়া চলছে। ঠিক এমনই এক আবহেই EVM পরীক্ষার জন্য বৈঠক ডাকল নির্বাচন কমিশন। আগামী ২১ নভেম্বর, জেলা শাসকদের সঙ্গে বৈঠক হবে এখানে। এরপর এক মাস ধরে, রাজনৈতিক সদস্যদের সামনে হবে ইভিএম পরীক্ষা। ৯ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ পাবে। তারপর ৭ ফেব্রুয়ারিতে গিয়ে, চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। ফার্স্ট লেভেল চেকিং যেটা ইভিএমের শুরু হবে, সেটা নির্বাচনের অনেক আগেই হবে।
বিহারে বিজেপি ও জেডিইউ জোটের ল্যান্ড স্লাইড ভিকট্রির পর উল্লাসে মাতলেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা। মুরলি ধর সেন লেনে রাজ্য বিজেপির দফতর হোক বা রাজ্য বিজেপির সল্টলেকের অফিস, দুই জায়গাতেই দেখা গেল বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ঢাক-ঢোল বাজিয়ে নাচানাচি, আবির খেলা- বাদ গেল না কিছুই। বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করলেন শুভেন্দু অধিকারী।তবে প্রশ্ন উঠল, বিহারের পর কি বাংলা? বিহার হয়ে গেল।এবার পশ্চিমবঙ্গ।বিহারে কংগ্রেস-আরজেডিক 'মহাগঠবন্ধন'কে হেলায় হারাল নীতীশ-বিজেপি জোট।
এখন প্রশ্ন উঠছে, পড়শি রাজ্যের এই ফলাফলের প্রভাব কি পড়বে পশ্চিমবঙ্গের ভোটে? এই আবহেই বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনের এই ছবি পোস্ট করেছেন। যেখানে লেখা রয়েছে কালীঘাট। এরপর বিজেপির রাজ্য সভাপতি লিখলেন, পরবর্তী স্টেশন, প্লাটফর্ম বা-দিকে! বিহারের এই বিপুল জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। পাল্টা তৃণমূলের তরফে জলের তলায় চেয়ারে বসে থাকা কঙ্কালের এই ছবি পোস্ট করে বলা হল, বাংলা দখল- বিজেপির এই একটা স্বপ্ন চিরকাল স্বপ্নই থেকে যাবে।
শুভেন্দু অধিকারী বলেন,দেশের নেতা নরেন্দ্র মোদি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা ১৯০৫-এর আগে এক ছিলাম। অঙ্গ,বঙ্গ, কলিঙ্গ। বিহার হল অঙ্গ। আমরা হলাম বঙ্গ।ওড়িশা হল কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে। কলিঙ্গ হয়ে গেছে। বাকি আছে বঙ্গ।























