Birbhum: 'মুখ্য়মন্ত্রীর ভয়ে শাহ-অভ্যর্থনায় গরহাজির বীরভূমের জেলাশাসক, পুলিশ সুপার', কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগে চাঞ্চল্য
বীরভূমের লাল মাটিতে ঝড় তুলে নেমেছে অমিত শাহের হেলিকপ্টার। সিউড়ির মাঠে, ৪১ ডিগ্রি তাপদাহের মধ্য়েই শাহি সভা। কিন্তু, অমিত শাহর সভা শুরুর আগেই সপ্তমে রাজনৈতিক পারদ।

ভাস্কর মুখোপাধ্য়ায় ও মনোজ বন্দ্য়োপাধ্য়ায়, বীরভূম: শাহ (Amit Shah) -সফরের সূচনাতেই বিতর্ক। মুখ্য়মন্ত্রীর ভয়ে, অমিত শাহকে অভ্যর্থনা জানাতে আসেননি বীরভূমের পুলিশ সুপার ও জেলাশাসক। চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের। এ নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
তীব্র গরমে পুড়ছে বাংলা। এরইমধ্য়ে, বীরভূমের লাল মাটিতে ঝড় তুলে নেমেছে অমিত শাহের হেলিকপ্টার। সিউড়ির মাঠে, ৪১ ডিগ্রি তাপদাহের মধ্য়েই শাহি সভা। কিন্তু, অমিত শাহর সভা শুরুর আগেই সপ্তমে রাজনৈতিক পারদ।
বীরভূম জেলা প্রশাসনের বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। সুভাষ সরকারের অভিযোগ,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অভ্য়র্থনা জানাতে আসেননি বীরভূমের জেলাশাসক ও পুলিশ সুপার। তাঁরা আসতে পারেননি মুখ্য়মন্ত্রীর ভয়ে।
বিজেপি সাংসদ এই অভিযোগ তুললেও, এদিন সিউড়ির সভাস্থলে দেখা যায় বীরভূমের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্য়ায় ও অতনু কুণডুর ক্য়ামেরায় ছবি আছে। ১২টা ৪০ থেকে ৫০-এর মধ্য়ে। যদি খুঁজে না পাও বীরভূমের ভাস্করকে জিজ্ঞেস করতে হবে।
যদি শ্য়াম সিংহকে চিনতে না পারো, রাজু দাকে ডেকে নিও। দুপুর পৌনে ১ টা নাগাদ অমিত শাহর সভাম়ঞ্চেই দেখা যায় শ্য়াম সিংকে। কিন্তু অমিত শাহ সভামঞ্চে প্রবেশের আগে, দুই পুলিশ আধিকারিককে দেখা যায় এলাকা ছেড়ে বেরিয়ে যেতে।
তবে বীরভূমের বুকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাস্থলে দেখা মেলেনি বীরভূমের জেলাশাসকের। বীরভূমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসনিক আধিকারিকরা না এলেও, অন্য় ছবি দেখা যায় অন্ডালে। এদিন, অন্ডাল বিমানবন্দরে অমিত শাহর অবতরণের সময়, সেখানে হাজির ছিলেন, দুর্গাপুরের মহকুমা শাসক সহ পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
আজ রাজ্যে অমিত শাহ: সিউড়িতে সভা করে একদিন পর, রবিবার সিউড়ির ওই মাঠেই সভা করবেন ফিরহাদ হাকিম। কেষ্ট-ভূমে নজর বিজেপির। পাল্টা, গড়-রক্ষায় মরিয়া তৃণমূলও। জোড়া কর্মসূচি ঘিরে বাড়ছে বীরভূমের রাজনৈতিক উত্তাপ। আজ দুপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার রাতেই নিউটাউনের একটি হোটেলে দলের কোর কমিটি ও রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রবিবার অমিত শাহর সভাস্থলেই সভা ফিরহাদের।
অমিত শাহর সভার সূচিবদল: সিউড়ির সভা সেরে সোজা কলকাতায় আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে। আজ বেলা বারোটা কুড়ি নাগাদ অন্ডাল এয়ারপোর্টে নামবেন অমিত শাহ। এরপর, দুর্গাপুর থেকে BSF-এর হেলিকপ্টারে আসবেন সিউড়ি। সিউড়ি সার্কিট হাউজে মধ্য়াহ্নভোজ করবেন। বেলা ২ টোয় সিউড়িতে তাঁর জনসভা। এরপর দুপুর ৩টে নাগাদ সিউড়ি বিবেকানন্দ পল্লীতে জেলা বিজেপি কার্যালয় উদ্বোধন করবেন অমিত শাহ। ৪টে নাগাদ হেলিকপ্টারে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৫টায় এয়ারপোর্টে নেমে, সোজা যাবেন দক্ষিণেশ্বর। পুজো দিয়ে সোজা চলে যাবেন নিউটাউনের হোটেলে। সেখানে দলের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। রাতে থাকবেন সেখানেই। আগামীকাল সকালে ব্যক্তিগত কিছু বৈঠক সেরে সাড়ে এগারোটা নাগাদ দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।






















