Birbhum News:'পুলিশের ডাকমাস্টার'-কে ফাঁকি দিতেই কি বেপরোয়া গতি নেয় লরি ? জাতীয় সড়কে মৃত ২
Birbhum Accident: ঠিক কী ঘটেছিল ? কেন অ্যাক্সিডেন্ট করল বালি বোঝাই লরিটি ? কীভাবেইবা সে চলে এল ভ্যানের মুখোমুখি ? কীভাবে মৃত্যু ওই দু ই যুবকের ?
ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: জাতীয় সড়কে (National Highway) বালি ভর্তি লরি ও ভ্যানের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাড়গ্রাম থানার জাতীয় সড়কের লক্ষীবাটি মোড়ে। ঠিক কী ঘটেছিল ? কেন অ্যাক্সিডেন্ট করল বালি বোঝাই লরিটি ? কীভাবেইবা সে চলে এল ভ্যানের মুখোমুখি ? কীভাবে মৃত্যু ওই দুই যুবকের ? ঘটনার পর স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলি উঠে আসছে।
'বালি ভর্তি লরিটিকে পুলিশের ডাকমাস্টার তাড়া করছিল'
জানা গিয়েছে, লরিটি নলহাটির দিকে যাচ্ছিল, উল্টো দিকে রামপুরহাটের দিকে আসছিল ভ্যানটি। ঘটনার পরে এলাকার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের অভিযোগ, বালি ভর্তি লরিটি পুলিশের ডাকমাস্টার তাড়া করছিল। তখন এই ঘটনা ঘটে।জাতীয় সড়ক ধরে বালি ভর্তি লরি যাওয়ার সময় একটি ভ্যানকে ধাক্কা মারলে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মাড়গ্রাম থানার জাতীয় সড়কের লক্ষীবাটি মোড়ে। লরিটি নলহাটির দিকে যাচ্ছিল। উল্টোদিকে রামপুরহাটের দিকে আসছিল ভ্যানটি। ঘটনার পরে এলাকার মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের অভিযোগ, বালি ভর্তি লরিটিকে পুলিশের ডাকমাস্টার তাড়া করছিল। তখন এই ঘটনা ঘটে।
'সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ'
প্রসঙ্গত, সচেতনতা বাড়িয়ে দিতে, সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে উদ্যোগের শেষ নেই রাজ্যের পুলিশ প্রশাসনের। তারপরেও বারবার দুর্ঘটনার ছবি প্রকাশ্যে আসছে। সম্প্রতি ভরা উৎসবের মরশুমেই প্রকাশ্য এসছিল আরও এক মর্মান্তিক খবর। মেচেদা বাইপাসে বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছিল (Tragic Accident)। ঘটনার পর দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে ছিল জাতীয় সড়ক। জানা গিয়েছিল, কাঁথির মেছেদা বাইপাসের রেল রাস্তা ক্রসিংয়ের কাছে, NH ১১৬ এর বির ওপরে, হোন্ডা আই টেন গাড়ির সঙ্গে বাসের মুখোমুখি ধাক্কা লেগেছিল। আইটেম গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল। ঠিক ওই সময়ই বিপরীত দিক থেকে আসা বাসটি মেছেদা বাইপাসের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু ঘটেছিল।
আরও পড়ুন, বারুইপুরে তৃণমূল কর্মীকে 'খুন', বাড়ির কাছেই উদ্ধার রক্তাক্ত দেহ, গ্রেফতার ১২
পুজো শুরু আগেও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। টায়ার পাংচার হয়ে নয়ানজুলিতে পড়ে গিয়েছিল দিঘা-কলকাতা এসি বাস (Bus Accident)। আহত হয়েছিলেন ১০ থেকে ১২ জন বাস যাত্রী। যার রেশ এখনও কাটেনি। পাশাপাশি সম্প্রতি দীঘা থেকে একটি বেসরকারি বাস যাত্রীদের নিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান সজোরে বাসটিকে ধাক্কা মেরেছিল। ঘটনার খবর পেতেই স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। স্থানীয়দের দাবি প্রচণ্ড গতিতে থাকা পিক আপ ভ্যানটির চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে যাওয়া বেসরকারি বাসে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যান। আর এরপরেই মর্মান্তিক পথ দুর্ঘটনার শিকার হতে হয়।