Birbhum News: 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার, নিশানায় অনুব্রত মণ্ডল?
TMC leader threats Anubrata Mandal: কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির নিশানায় অনুব্রত মণ্ডল?

কলকাতা: ২৬-এর আগে বীরভূমে ফের শাসকের কোন্দল কাঁটা। 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি কাজল-ঘনিষ্ঠ তৃণমূল নেতার। জেলা সভাপতির পদ হারিয়ে কেষ্টর শক্তি প্রদর্শনের মধ্যেই হুঙ্কার কাজল ঘনিষ্ঠের। কাজল ঘনিষ্ঠ ব্লক সভাপতির নিশানায় অনুব্রত মণ্ডল?
এযেনও শেষ হয়েও হইল না শেষ। নানা ইস্যুতে বারংবার বীরভূমের এই কোন্দল প্রকাশ্যে আসছে। পুনরায় বীরভূমে ফিরলেও, কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না অনুব্রতর। কাজল-অনুব্রত বিতর্ক উসকে এবার নয়া সংযোজন। অনুব্রতকে তবে কি এবার নতুন করে নিশানায় পড়তে হল ? এবার একেবারে কাজল ঘনিষ্ঠ শাসক নেতাই 'রক্তগঙ্গা' বইয়ে দেওয়ার হুমকি দিয়েছেন। সিউড়ি ২ ব্লক তৃণমূল সভাপতি নুরুল ইসলাম হুঙ্কার দিয়ে বলেছেন,'দলকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা। বোলপুর থেকে কী পরিবেশ তৈরি করে দিল। বোলপুরের বোঝা উচিত, রক্তগঙ্গা বইবে দেব । তৃণমূলের ক্ষতি হতে দেব না'।
সম্প্রতি অনুব্রত মণ্ডলের ডাকে মিছিল হয়েছিল বোলপুরে। তবে সেখানেও তৃণমূলের ঐক্যের ছবিটা ধরা পড়েনি। মিছিলের প্রথমে হুডখোলা গাড়িতে ছিলেন অনুব্রত মণ্ডল। পিছনের গাড়িতে কাজল শেখ-সহ বাকিরা। মিছিল শেষে তৈরি করা মঞ্চেও উঠলেন না বীরভূমের সদ্য প্রাক্তন জেলা সভাপতি। যা নিয়ে দিনের শেষে কটাক্ষ করেছিল বিজেপি। কটাক্ষ করেছিলেন অনুব্রত। পাল্টা খোঁচা দিতে ছাড়েননি কাজলও। আর তাতেই ফের প্রকট হয়ে উঠেছিল বীরভূমে তৃণমূলের অন্দরের কোন্দলের ছবিটা। সোমবার বোলপুরে অনুব্রত মণ্ডলের ডাকে হল তৃণমূলের মহামিছিল! হুডখোলা গাড়িতে একেবারে সামনেই রইলেন অনুব্রত মণ্ডল। আর পিছনের গাড়িতে দেখা গেল সভাধিপতি কাজল শেখ-সহ বাকিদের।
বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেছিলেন,'আমি বলেছিলাম ৩টি মিছিলই হবে। ২৫, ২৬, ২৭। জল মানব না, ঝড় মানব না। এই মিছিল সাকসেসফুল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি। 'যেটা বিরোধীরা বলছে, বীরভূমে তৃণমূল কংগ্রেস দলটা দুভাগে বিভক্ত হয়ে গেছে। সেটা আমি জানি না। লোক দেখে মনে হচ্ছে যে বিভক্ত হয়েছে? অপরদিকে, বীরভূমের তৃণমূল নেতা ও জেলা সভাধিপতি কাজল শেখ বলেন, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমি মমতা-অভিষেককে ছাড়া কাউকে চিনি না। যে নির্দেশ দেয় সেটা অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি। আমি সেটাই করছি।' তবে তৃণমূলের মিছিলে যে ছবি দেখা গেল, তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।






















