Birbhum News: 'সিন্ডিকেট রাজ চালাচ্ছে TMC-র ব্লক সভাপতি' ! অভিযোগ খোদ চেয়ারম্যানের
Birbhum Suri Municipality TMC Syndicate Controversy :তৃণমূলের সিউড়ির ১নং ব্লক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ আনলেন তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার চেয়ারম্যান..
ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: মমতা বন্দ্যোপাধ্যায় যখন দলের মধ্যে সিন্ডিকেট রাজ ভাঙতে মরিয়া, সেই সময় তৃণমূলের সিউড়ির ১নং ব্লক সভাপতির বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ আনলেন তৃণমূল পরিচালিত সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়।
তাঁর অভিযোগ,' ওখানকার ব্লক সভাপতি সিন্ডিকেট রাজ কায়েম করার চেষ্টা করছে। ব্লক সভাপতির নতুন বাস স্ট্যন্ড তৈরির কাজ বন্ধ করে দিয়েছে। তারা চাইছে সব কিছু তারা সাপ্লাই দেবে, সিন্ডিকেট রাজ করবে।' তার দুই তৃণমূল নেতার এই কাদা ছোড়াছুড়িকে কটাক্ষ করেছে বিজেপি। বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন,' ব্লক সভাপতি বলছে চেয়ারম্যানের লোকজন কাটমানি খাচ্ছে, চেয়ারম্যান বলছে ব্লক সভাপতি। এরা চাইছে বালি, মাটি সব ওদের কাছ থেকে নিতে হবে। তৃণমূলের সঙ্গে প্রশাসনের একটা অংশ এই সিন্ডিকেট চালাচ্ছে। '
প্রসঙ্গত, দীর্ঘদিন পরে সিউড়ি শহরে যানজট সমস্যা দূর করতে শহরের বাইরে ১৪নং জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাস স্ট্যাণ্ড তৈরির কাজ শুরু হয়েছে। মাটি ভরাটের কাজ করছে কাজ পাওয়া এজেন্সির লোক। সেই কাজেই বাধা দেয় স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ ওঠে সিউড়ি ১নং ব্লকের তৃণমূলের সভাপতি লালা প্রশান্ত প্রসাদের মদতে এই কাজ বন্ধ হয়ে গিয়েছে। তাঁর দাবি, এলাকায় ১০০ দিনের কাজ নেই। মানুষের হাতে পয়সা নেই। স্বাভাবিকভাবেই মানুষের কাজের প্রয়োজন। এলাকার ট্রাক্টর মালিকরা বলেছে তার ভরাট করবে। ৩করে ট্রাক্টর পিছু লেবার কাজ পেলে ৪৫০ লেবার কাজ পাবে। সিন্ডিকেট নিয়ে পিছুন থেকে কেউ খেললে আমরা ছাড়বো না। পিছন থেকে খেলা খেললে পারবে না। মাটি খুঁড়তে গেলেছি সাপ বেড় হবে না কেঁচ বেড় হবে আমরা জানি না।
আরও পড়ুন, সরকারকে অন্ধকারে রেখেই বিদ্যুতের মাশুল বাড়াচ্ছে CESC ? বিস্মিত মুখ্যমন্ত্রী !
এদিকে এই বিষয়ে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, 'ওখানে বাসস্ট্যান্ড করা হবে। সেই কাজ চলছে। কেউ বা কারা মাটি ভরাটের কাজে বাধা দিচ্ছে। উন্নয়েনের কাজে কেউ বাধা দিলে সে দলের যত বড় পোস্টের থাকুক না কেন দলে রেয়াত করবে না। '
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।