Birbhum Weather Update: ২০ ডিগ্রির অনেকটাই কম তাপমাত্রা, মঙ্গলবার কেমন থাকবে বীরভূমের সামগ্রিক আবহাওয়া?
Birbhum Weather Update Today: শান্তিনিকেতন আর তার আশপাশ কেমন থাকবে মঙ্গলবার? জেনে নেওয়া যাক এক ঝলকে।
বীরভূম: কলকাতা থেকে শুরু করে জেলা... ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা নেমেছে বেশ অনেকটা। দক্ষিণবঙ্গে এমনিতেই শীতের স্থায়িত্ব বেশ কম। তবে কিছু কিছু জেলায় কলকাতায় তুলনায় তাপমাত্রা নামে অনেকটাই। অন্য়দিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বেশ ঠাণ্ডা পড়ে গিয়েছে। কিন্তু বীরভূম? শান্তিনিকেতন আর তার আশপাশ কেমন থাকবে মঙ্গলবার? জেনে নেওয়া যাক এক ঝলকে।
আজ সকালের দিকে বীরভূমের তাপমাত্রা উঠতে পারে সর্বাধিক ২৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা নামতে পারে সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন মোটামুটি ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতোই অনুভূতি হবে। মেঘলা নয়.. পরিস্কারই থাকবে বীরভূমের আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই.. রোদ ঝলমলে থাকবে আবহাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৮৩ শতাংশ।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : মেঘলা নয়.. পরিস্কারই থাকবে বীরভূমের আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই.. রোদ ঝলমলে থাকবে আবহাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে সর্বাধিক ৮৩ শতাংশ।
সূর্যোদয় (Sunrise) - সকাল ০৬.১২
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৪.৫৩
বঙ্গের আজকের আবহাওয়া ( West Bengal Weather): পারদ-পতনে উত্তরকে ছাপিয়ে গিয়েছে দক্ষিণ। কালিম্পং যেখানে ১১ দশমিক ৫ ডিগ্রি, সেখানে বর্ধমানের তাপমাত্রা ১০ দশমিক ৮। শ্রীনিকেতন ১১ দশমিক ৪, মেদিনীপুর ১৩ দশমিক ১, দিঘা ১৩ দশমিক ৬। আবার কোচবিহার আর কৃষ্ণনগরের তাপমাত্রা ১৪ দশমিক ৬ হলে, তার সঙ্গে পাল্লা দিচ্ছে দমদম। শীতে কাঁপছে শৈলশহর। দার্জিলিঙে পারদ নেমেছে ৫ ডিগ্রিতে। আগামী কয়েকদিন বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে উত্তর থেকে দক্ষিণ, গোটা রাজ্যেই শীতের
শিরশিরানি বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Soumitrisha Exclusive: 'আড়াই বছর বাবা-মায়ের সঙ্গে সময় কাটাইনি, সেই সুযোগ করে দিল সিনেমা'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।