Birbhum Weather Update: মেঘলা আকাশ, রোদ নেই, সপ্তাহের শুরুতে বৃষ্টি হবে বীরভূমে?
Birbhum Weather Update Today: আজ, সারাদিনই অল্পবিস্তর মেঘ থাকবে বীরভূমের আকাশে। ২৪ জুন, সোমবার বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
বীরভূম: কোথাও ভীষণ বৃষ্টিপাত, কোথাও আবার কড়া রোদ.. গোটা পশ্চিমবঙ্গেরই বিভিন্ন জায়গায় আবহাওয়ার বৈপরীত্য চোখে পড়ছে। এর থেকে বাদ নেই বীরভূমও। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, এখনও পুরোপুরি বর্ষা ঢুকতে দেরি আছে কয়েকটা দিন। আজ, সপ্তাহের শুরুর দিন। সোমবার। অন্যান্য জেলার পাশাপাশি, আজ কেমন থাকবে বীরভূমের আবহাওয়া? জেনে নেওয়া যাক
আজ, সারাদিনই অল্পবিস্তর মেঘ থাকবে বীরভূমের আকাশে। ২৪ জুন, সোমবার বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সামান্য যে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন জুড়ে, তাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ। ঘণ্টায় ১১ কিলোমিটারের আশেপাশের গতিবেগে বইতে পারে হাওয়া।
বীরভূমের ভৌগলিক অবস্থান (Birbhum Geographical Location): বীরভূম, বর্ধমান বিভাগের উত্তরতম জেলা। আকারে এই জেলা ত্রিকোণ, যার নিম্নস্থ বাহুটি তৈরি করেছে অজয় নদী (Ajay River)। বীরভূমের পশ্চিম ও উত্তর সীমান্ত বরাবর প্রসারিত ঝাড়খণ্ড (Jharkhand)। পূর্বদিকে অবস্থিত মুর্শিদাবাদ (Murshidabad)। ভৌগোলিক বিচারে এই অঞ্চল ছোটনাগপুর মালভূমির উত্তর-পূর্বাংশে অবস্থিত। জেলাটির পশ্চিম দিকে প্রাকৃতিকভাবে পাথুরে গঠনে তৈরি হয়েছে মামা ভাগ্নে পাহাড় যা দুবরাজপুর (Dubrajpur) শহরের সন্নিকটে অবস্থিত। বীরভূমের পশ্চিমাংশ অতীতে বজ্জভূমি বা বজ্রভূমি নামে পরিচিত ছিল। জেলার পূর্বাংশ অপেক্ষাকৃত উর্বরতর। বীরভূমকে বলা হয় রাঙামাটির দেশ। এই জেলার ভূসংস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্য পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার তুলনায় কিছুটা আলাদা। জেলাটির পশ্চিমাঞ্চল ছোটনাগপুর মালভূমির (Chhotanagpur) অন্তর্গত ঝোপঝাড়ে পরিপূর্ণ একটি এলাকা। এই অঞ্চলটি পশ্চিমদিক থেকে ক্রমশ ঢালু হয়ে নেমে এসে মিশেছে পূর্বদিকের পলিগঠিত উর্বর কৃষিজমিতে।
আপেক্ষিক জলবায়ু (Birbhum Climate): বীরভূম জেলার পশ্চিমাংশের জলবায়ু (Climate) শুষ্ক ও চরম প্রকৃতির। পূর্বাংশের জলবায়ু তুলনামূলক মৃদু। গ্রীষ্মে (Summer) তাপমাত্রার পারদ ৪০º সেলসিয়াস ছাড়িয়ে যায়। শীতকালে (Winter) আবার ১০º সেলসিয়াসের নিচেও নামে পারদ। সাধারণত, মার্চের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত থাকে উষ্ণ আবহাওয়া। জুনের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বর্ষাকাল এবং অক্টোবরের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত শীতল আবহাওয়া থাকে। জেলার পশ্চিমাংশের বৃষ্টিপাত পূর্বাংশের তুলনায় অধিক। বর্ষায় রাজনগর ও নানুরে বার্ষিক বৃষ্টিপাতের (Annual Rainfall) পরিমাণ যথাক্রমে ১৪০৫ মিলিমিটার ও ১২১২ মিলিমিটার।
বীরভূমের আজকের আবহাওয়া (Birbhum Today Weather) : আজ, সারাদিনই অল্পবিস্তর মেঘ থাকবে বীরভূমের আকাশে। ২৪ জুন, সোমবার বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ সামান্য যে বৃষ্টি হয়েছে গত কয়েকদিন জুড়ে, তাতে ৪০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সারাদিন আকাশ মেঘে ঢাকা থাকলেও আজ বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৭ শতাংশ। ঘণ্টায় ১১ কিলোমিটারের আশেপাশের গতিবেগে বইতে পারে হাওয়া।
সূর্যোদয় (Sunrise) - সকাল ০৪.৫৪
সূর্যাস্ত (Sunset) - বিকেল ০৬.২৯