Abhishek Banerjee: অভিষেকের সভার পর ফের ব্যালট বাক্স 'লুঠ', কাঠগড়ায় দলেরই একাংশ
Looting Ballot box in Birbhum: ফের শাসকদলের নবজোয়ারে ফিরল 'ব্যালট' বিশৃঙ্খলা দৃশ্য। দলেরই একাংশের বিরুদ্ধে ব্যালট বাক্স লুঠের অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের।
![Abhishek Banerjee: অভিষেকের সভার পর ফের ব্যালট বাক্স 'লুঠ', কাঠগড়ায় দলেরই একাংশ Looting Ballot box: Commotion around the secret ballot box in Birbhum after Abhishek Banerjee s Rally Abhishek Banerjee: অভিষেকের সভার পর ফের ব্যালট বাক্স 'লুঠ', কাঠগড়ায় দলেরই একাংশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/09/7729414bdcb690227b1ef5f374c15cbe1683640527261484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বীরভূম: ফের শাসকদলের নবজোয়ারে ফিরল 'ব্যালট' বিশৃঙ্খলা দৃশ্য। উত্তর পেরিয়ে এবার দক্ষিণবঙ্গ। অনুব্রতগড় বীরভূমও গেল না বাদ। জানা গিয়েছে, পঞ্চায়েতে প্রার্থী বাছাইয়ের 'গোপন ব্যালট' ঘিরেই শুরু হয় হাতাহাতি। দলেরই একাংশের বিরুদ্ধে ব্যালট বাক্স লুঠের অভিযোগ তৃণমূল নেতা-কর্মীদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুরারইয়ের সভাস্থল ছাড়ার পরই চূড়ান্ত বিশৃঙ্খলা ছড়ানোর দৃশ্য প্রকাশ্যে আসে।
ফের ব্যালট বাক্স 'লুঠ'
গতমাসেই গোসাইমারির সভায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে আসে। অপরদিকে সাহেবগঞ্জে ভাঙে ব্যালট বক্স। প্রার্থী নির্বাচনে ভোট লুঠের অভিযোগ তুলেছিল খোদ তৃণমূলকর্মীরাই। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেই কোচবিহারে দুই জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠের ঘটনা ঘটেছিল। এরপরই ফের 'পুনর্বিবাচন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সাহেবগঞ্জ, গোসাইমারিতে তৃণমূলের গোপন ব্যালট লুঠ, এর জেরে 'পুনর্নির্বাচনের' সিদ্ধান্ত নেয় শাসকদল। যদিও জনগণের উচ্ছ্বাসে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল বলে দাবি তৃণমূলের।
'গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম'
গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে এমনই আশ্বাস দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটদাতার নাম গোপন থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। এ ধরনের উদ্যোগ গোটা দেশে প্রথম বলে দাবি করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আর এদিনই গোসাইমারির সভায় তৃণমূলের সঙ্গেই তৃণমূলের সংঘর্ষ হয়। অন্যদিকে সাহেবগঞ্জে ভাঙে ব্যালট বক্স। কোচবিহারে ২ জায়গায় তৃণমূলের 'ব্যালট' লুঠের ঘটনায় ফের 'পুনর্বিবাচন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়। আর এবার মাস ঘুরতে না ঘুরতেই ফের ব্যালট বাক্স লুঠের অভিযোগ উঠল।
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?
এমন জোয়ার আসছে, ব্যালট বাক্স ভেসে চলে যাচ্ছে : দিলীপ ঘোষ
সম্প্রতি এই ইস্যুতে জোর নিশানা করেছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। বহরমপুরে ব্যালটবাক্স লুঠ ও বিশৃঙ্খলা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেছেন, 'বিশৃঙ্খলা তো হবেই সব জায়গায়, পার্টিতে যদি সমাজ বিরোধীদের নিয়ে নেন, বিশৃঙ্খলা হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েও সামলাতে পারেনি। পার্টিটা কারও কন্ট্রোলে নেই।'জনজোয়ারে কি ফ্লপ কর্মসূচিতে রূপান্তরিত হচ্ছে ? প্রশ্নের উত্তরে এদিন দিলীপ ঘোষ বলেন, 'এটাই হচ্ছে এমন জোয়ার আসছে ব্যালট বাক্স ভেসে চলে যাচ্ছে। এই জোয়ারটা হয়তো আমাদের পঞ্চায়েত নির্বাচনে দেখতে হবে। তার প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। আমার মনে হয় সাধারণ মানুষ এত সহজে ছেড়ে দেবে না ।পার্টির মধ্যে ঝগড়া পার্টির মধ্যে রাখুন সমাজে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবেন না।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)