Khagen Murmu Attacked: নাগরাকাটা কাণ্ডে নিন্দায় সরব রাজ্যপাল, পাল্টা 'মেরুদণ্ডহীন..' বলে কটাক্ষ কল্যাণের !
Kalyan On Khagen Murmu Attacked On Governor : সি ভি আনন্দ বোসের দিকে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে কী বললেন শুভেন্দু ? রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল

কলকাতা: নাগরাকাটায় বিজেপি সাংসদ ও বিধায়কের উপর হামলার নিন্দায় সরব হলেন রাজ্যপাল। বাংলায় গুন্ডারাজ চলছে বলে আক্রমণ শানান সিভি আনন্দ বোস। পাল্টা 'মেরুদণ্ডহীন, বিজেপির পলিটিক্যাল এজেন্ট' বলে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল। অন্য়দিকে, সি ভি আনন্দ বোসের দিকে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে শুভেন্দু অধিকারীও বলেছেন, রিপোর্ট নয়, অ্য়াকশন চাই।'
আরও পড়ুন, উত্তর বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা !
রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, বাংলার বহু জায়গায় গুন্ডারাজ চলছে। তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সংবিধান অনুযায়ী সি ভি আনন্দ বোস চলেন না। একটা ফালতু লোক একেবারে। সোমবার মুখ্যমন্ত্রীর সফরের দিনই, জলপাইগুড়ির নাগরাকাটায় ধস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মুও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।
রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর, এই ঘটনার কড়া নিন্দা করে এবার আক্রমণ শানালেন রাজ্য়পাল।কার্যত হুঁশিয়ারি দিলেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, শেষ কয়েকদিনে আমরা রাজ্য়ে প্রাকৃতিক দুর্যোগ ও 'ম্য়ান মেড' নৃশংসতা দেখলাম। এটা হতবাক করার মতো। এই ধরনের নৈরাজ্য, বাংলার কোনও প্রত্যন্ত এলাকাতেও চলতে পারে না। আমরা মানুষের রক্ত দিয়ে রাজনৈতিক হোলি খেলতে দিতে পারি না। এই পরিস্থিতির যথাযথভাবে মোকাবিলা না করা গেলে, বাংলাকে মূল্য় চোকাতে হবে।
পাল্টা বেনজির ভাষায় রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল।তাঁদের গলাতেও হুঁশিয়ারি। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, এরকম মেরুদণ্ডহীন রাজ্যপাল ভাবা যায় না। একদম বিজেপির পলিটিক্যাল এজেন্ট। উনি একটাও বন্যা কবলিত জায়গায় যাননি। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সি ভি আনন্দ বোস চলে না। ইতিমধ্য়েই রাজ্য়পালের কাছে পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা রাজির আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। এখন প্রশ্ন হচ্ছে, বিধানসভা ভোটের কয়েক মাস আগে কি রাজ্য়পাল কড়া কোনও পদক্ষেপ করতে পারেন?
রাজ্যপাল বলেন, আমি মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা বলেছি, যাতে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতার করা হয়। নাহলে সংবিধান অনুযায়ী পদক্ষেপ করা হবে।অপশনের মধ্যে কি ৩৫৬ আছে? প্রশ্নে রাজ্যপাল সি ভি আনন্দ বোস, আমি কিছু বলছি না। এটা যেকোনও সরকারের কাছেই সাংবিধানিক বিষয়।তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ক্ষমতা ওঁর আছে, আর্টিকল ৩৫৬, করে দেখাক না। করে দেখাক। সি ভি আনন্দ বোসের হিম্মত থাকলে করে দেখান আপনি। তারপর কলকাতার রাস্তায় হাঁটতে পারবেন তো? পুলিশ ছাড়া? পুলিশ ছাড়া হাঁটতে পারবেন? না বিজেপির ক্যাডার ছাড়া সি ভি আনন্দ বোস হাঁটতে পারবে?
তবে রাজ্য়পাল কড়া বার্তা দিলেও, তাতে একটুও সন্তুষ্ট নয় রাজ্য় বিজেপি। সি ভি আনন্দ বোসের উদ্দেশে কার্যত চ্য়ালেঞ্জ ছুড়ে, শুভেনদু অধিকারী বলেছেন, রিপোর্ট নয়, চাই অ্য়াকশন! শুভেন্দু অধিকারী বলেন, আমি ওসব রিপোর্টে বিশ্বাস করি না। আমরা অ্য়াকশন চাই। অ্য়াকশন দেখতে চাই। উনি বলেছিলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাসেরটাই শেষ ঘটনা, আর ঘটবে না। তারপর আমার ওপর ঘটেছে। তারপর খগেন মুর্মু, শঙ্কর ঘোষের ওপর ঘটেছে। এই বেপরোয়া তৃণমূলকে রুখতে অ্য়াকশন চাই। রিপোর্ট চাই না।' রাজ্য়পাল কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রাজ্য়ে থাকেন।তিনি রাজ্য়ের সাংবিধানিক প্রধান। এখন প্রশ্ন হল, শেষ অবধি কি তিনি এমন কোনও কড়া পদক্ষেপ করবেন, যা রাজ্য় রাজনীতিতে ঝড় তুলতে পারে?






















