Sukanta Majumdar: 'সরকার কি জেলের ভিতর থেকে চলবে, না জেলের বাইরে থেকে চলবে', কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি সুকান্তর
Sukanta Majumdar BJP: রাজ্যের পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আগামীদিনে বাংলার সরকার কোথা থেকে চলবে সেটা প্রশ্নের। এই ভাবে যদি প্রশাসনিক কোনো সংকট দেখা দেই তাহলে কেন্দ্র নিশ্চয় পদক্ষেপ নেবে।'
কলকাতা: শিক্ষা (Education)-রেশন দুর্নীতি (Ration Scam) নিয়ে বর্তমানে সরগরম রাজ্য-রাজনীতি (Politics)। তৃণমূল সরকারের (TMC Govt) একের পর এক মন্ত্রী জেলে, এবার এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এদিন বলেন, 'যে পরিস্থিতির দিকে বাংলা এগোচ্ছে, সরকার কোথা থেকে চলবে, সেটাই বড় প্রশ্ন। সরকার কি জেলের ভিতর থেকে চলবে, না জেলের বাইরে থেকে চলবে। এই ধরনের সাংবিধানিক সঙ্কট তৈরি হলে কেন্দ্র অবশ্যই পদক্ষেপ করবে'।
রাজ্যের পরিস্থিতি নিয়ে সুকান্ত মজুমদার বলেন, আগামীদিনে বাংলার সরকার কোথা থেকে চলবে সেটা প্রশ্নের। এই ভাবে যদি প্রশাসনিক কোনো সংকট দেখা দেই তাহলে কেন্দ্র নিশ্চয় পদক্ষেপ নেবে। আমরা অবশ্যই জানাবো সব তথ্য। রাজ্য বিজেপি সভাপতির কথায়, 'তৃণমূল নিজেদের দুর্নীতি থেকে চোখ সরাতে এসব করছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মিথ্যে অপপ্রচার করছে তৃণমূল । আমরা আগামী মাসে কয়েক লক্ষ বঞ্চিত সাধারণ মানুষ যারা কেন্দ্রীয় আবাস যোজনার সুযোগ পায়নি কাটমানি না দিতে পেরে তাদের একত্রিত করে সমাবেশ করব।'
আরও পড়ুন, হাসপাতালে আচমকাই মহিলাদের ওয়ার্ডে ভয়ঙ্কর আওয়াজ! রোগিণীদের মধ্যে প্রবল আতঙ্ক
রেশন দুর্নীতির পাশাপাশি মেডিক্যালে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমজারের। রাজ্যপালকে চিঠি দিয়ে তিনি লিখেছেন, 'আর জি কর-সহ রাজ্যের প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতি ও অনিয়ম চলছে। টেন্ডার ডাকা থেকে চিকিৎসা সরঞ্জাম কেনা, সব ক্ষেত্রেই দুর্নীতি। স্বাস্থ্য ভবন থেকে শুরু হয়ে মেডিক্যাল কলেজগুলিতে ছড়িয়ে পড়েছে দুর্নীতি'। তদন্তের আর্জি জানিয়ে সিভি আনন্দ বোসকে চিঠি দিলেন সুকান্ত মজুমদার ।
সুকান্ত মজুমদার বলেন, 'রাজ্যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিটি মেডিক্যাল কলেজে দালাল রাজ। তৃণমূলের নেতাদের মধ্যেও দ্বন্ধ রয়েছে।আরজি কর মেডিক্যাল কলেজের সুপারের বিরুদ্ধে রয়েছে হাজার হাজার অভিযোগ তবু তাকে সেখানে রাখা হয়েছে। এছাড়া একাধিক মেডিক্যাল কলেজ অভিভাবকহীন হয়ে রয়েছে। আগামীদিনে স্বাস্থ্য মন্ত্রী জেলে যেতে পারে এই এতো দুর্নীতির কারণে।এই কারণে আমি সব অভিযোগ ও তথ্য জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছি। যাতে স্বাস্থ্য ব্যবস্থা আবার শেষ হয়ে না যায় উনি যাতে বিষয়টি দেখেন।'