Suvendu Adhikari : 'সরকারি টাকায় মোচ্ছব, বাবুঘাট বা কলকাতার কোনও ঘাটে হলে কার্নিভাল হত না', আক্রমণ শুভেন্দুর
Durga Puja Carnival : মর্মান্তিক দুর্ঘটনার জেরে জলপাইগুড়িতে গতকাল পুজো কার্নিভাল বাতিল করা হয়। যদিও রাজ্যের বাকি জেলায় গতকাল দুর্গাপুজোর কার্নিভাল হয়েছে।
জলপাইগুড়ি : মালবাজারের মাল নদীতে ঘটা মর্মান্তিক দুর্ঘটনার রেশ ফিকে এয়নি এখনি। এর মাঝে শনি সন্ধেয় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজন ঘিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এর মাঝেই ফের উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার বিজেপির দাবিকেও উসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
'সরকারি টাকায় মোচ্ছব'
কার্নিভাল আয়োজন ঘিরে রাজ্য সরকারকে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, 'বাবুঘাটে বা কলকাতার কোনও ঘাটে এই দুর্ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালের আয়োজন করতেন না। উত্তরবঙ্গে হয়েছে বলেই নাচন-কোদন করবে। সরকারি টাকায় মোচ্ছব। মালবাজারের ঘটনার পর এই কার্নিভালের কী প্রয়োজন ছিল? এটা উত্তরবঙ্গ বলেই করেছে, এই জন্যই তো উত্তরবঙ্গের মানুষ আলাদা রাজ্য চায়। আলাদা থাকতে চায়। কেন্দ্রশাসিত অঞ্চল চায়। কোনও সংবেদনশীলতা নেই! উত্তরবঙ্গের কেউ সরকারি টাকায় মুখ্যমন্ত্রীর এই নাচন-কোদন দেখতে যাবেন না। '
মালবাজারে মর্মান্তিক দুর্ঘটনা
দশমীর রাতে জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঠাকুর বিসর্জনের মাঝে হড়পা বানে তলিয়ে গিয়ে মৃত্যু হয় ৮ জনের। নিখোঁজ হন অনেকে। যে মর্মান্তিক দুর্ঘটনার জেরে জলপাইগুড়িতে গতকাল পুজো কার্নিভাল বাতিল করা হয়। যদিও রাজ্যের বাকি জেলায় গতকাল দুর্গাপুজোর কার্নিভাল হয়েছে।
পুজো কার্নিভাল
পুজো শেষ। উৎসবের রেশ জিইয়ে রেখে আজ রেড রোডে (Red Road) রাজ্য সরকারের (West Bengal Government) উদ্যোগে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। বাংলার দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশ নেবে। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। প্রতিটি পুজো কমিটির তরফে সর্বাধিক ৫০ জন কার্নিভালে যোগ দিতে পারবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে।
পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যাবে সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।
আরও পড়ুন- 'মমতার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়েছে’, ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর