(Source: ECI/ABP News/ABP Majha)
Suvendu Adhikari : 'মমতার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়েছে’, ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
SSC Scam : মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে হাজির হন চাকরিপ্রার্থীরা। সেখানে ধর্না তুলতে এলে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে।
কলকাতা : বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার নিন্দা করে ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপি (BJP) নেতা ট্যুইটে লিখেছেন, ‘ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার নির্দেশে মমতার পুলিশ বিক্ষোভকারীদের সরিয়েছে’, ‘রাজ্যের মানুষের করের টাকায় কার্নিভাল মসৃণ ভাবে করাই উদ্দেশ্যে’, ‘বিক্ষোভকারীদের থেকে নজর ঘোরাতেই পদক্ষেপ পুলিশের’। ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। পাশাপাশি শুভেন্দু অধিকারীর অভিযোগ, গোটা ঘটনার ভিডিও মোবাইল ফোন থেকে ডিলিট করতে বাধ্য করা হয়েছে।
পুলিশের সঙ্গে বচসা চাকরিপ্রার্থীদের
কার্নিভালের জন্য চাকরিপ্রার্থীদের ধর্নামঞ্চে অবস্থানে নিষেধ করেছিল পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করেই বিক্ষোভ জারি ছিল গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের। মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে হাজির হন চাকরিপ্রার্থীরা। সেখানে ধর্না তুলতে এলে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের বচসা বাঁধে।
দুর্গাপুজোর কার্নিভালের (Durga Puja 2022) জন্য চাকরিপ্রার্থীদের (Job Aspirants) ধর্নামঞ্চে অবস্থানে নিষেধ পুলিশের। নিষেধাজ্ঞা অগ্রাহ্য করেই মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধর্নামঞ্চে হাজির ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীরা। তাঁদের সঙ্গে হাজির আইনজীবী কৌস্তুভ বাগচী। পুলিশের সঙ্গে চাকরিপ্রার্থীদের বচসা শুরু হয়। আজ ৫৩ দিনে পড়ল ২০১৭-র রাজ্য সরকারি গ্রুপ-ডি চাকরিপ্রার্থীদের অবস্থান।
পুজো কার্নিভাল
পুজো শেষ। উৎসবের রেশ জিইয়ে রেখে আজ রেড রোডে (Red Road) রাজ্য সরকারের (West Bengal Government) উদ্যোগে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ার পর এটাই প্রথম পুজো কার্নিভাল। তাই আয়োজনও আগের বছরগুলোর থেকে কিছুটা আলাদা। এবছর ৯৫টি পুজো কার্নিভালে অংশ নেবে। এক-একটি পুজো কমিটির জন্য বরাদ্দ ৩ মিনিট সময়। প্রতিটি পুজো কমিটির তরফে সর্বাধিক ৫০ জন কার্নিভালে যোগ দিতে পারবেন। প্রত্যেক পুজো কমিটি সর্বাধিক ৩টি ট্যাবলো নিয়ে কার্নিভালে যোগ দিতে পারবে।
পুজো কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠেছে রেড রোড চত্বর। থাকছে বড় LED স্ক্রিন। মুখ্যমন্ত্রীর বসার মঞ্চটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এবার কার্নিভালে বিদেশি অতিথিরা উপস্থিত থাকবেন, তাই রেড রোড চত্বরে কড়া নিরাপত্তা। থাকছে পুলিশ কন্ট্রোল টাওয়ার। কার্নিভালে এবার অংশ নেবে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষামঞ্জরীর ছাত্রীরা। কার্নিভালে দেখা যাবে সৌরভের পাড়ার ক্লাব বড়িশা প্লেয়ার্স কর্নারের প্রতিমাও।
আরও পড়ুন- 'সরকারি টাকায় মোচ্ছব, বাবুঘাট বা কলকাতার কোনও ঘাটে হলে কার্নিভাল হত না', আক্রমণ শুভেন্দুর