Jalpaiguri News: চা বাগানের নালা থেকে হস্তিশাবকের দেহ উদ্ধার, চাঞ্চল্য ডুয়ার্সে
Body Of Baby Elephant Recovered: চা বাগানের নালা থেকে হস্তিশাবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চামুর্চি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুনাভাটি চা বাগানে। বৃহস্পতিবার সকালের ঘটনা।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: চা বাগানের (tea garden) নালা থেকে হস্তিশাবকের (baby elephant) দেহ (body) উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের (dooars) চামুর্চি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চুনাভাটি চা বাগানে। বৃহস্পতিবার সকালের ঘটনা। শ্রমিকরা জানাচ্ছেন, বাগানের শ্রমিকরা যখন কাজ করতে যান, তখনই ৩৯ নম্বর সেকশনে হস্তিশাবকটিকে মৃত অবস্থায় দেখতে পান।
কী ঘটেছিল?
বৃহস্পতিবার সকালে খবরটি জানাজানি হতে হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের কাছে খবর যায়। বাগান কর্তৃপক্ষকে খবরও দেন স্থানীয় বাসিন্দারা। জানান, প্রায় ২০ থেকে ২৫ টি হাতির একটি দল চুনাভাটি চা বাগান হয়ে ডায়নার জঙ্গলের দিকে ফিরছিল। সেই দলেই ছিল শাবকটি। কোনও ভাবে হাতিটি চা বাগানের নালার মধ্যে আটকে যায়। এরপর দল শাবকটিকে উদ্ধারের চেষ্টা করা হলে তাদের পায়ের চাপেই মাটির নিচে চাপা পড়ে যায় শাবকটি। সেখানেই মৃত্যু হয় তার, প্রাথমিক ভাবে এমনই অনুমান বন্যপ্রাণী স্কোয়াডের। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে বিন্নাগুরি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। মৃতদেহ উদ্ধারের চেষ্টা শুরু করেছেন বনকর্মীরা। দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জঙ্গলে নিয়ে যাওয়া হবে। তার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন বন কর্মীরা।
আগেও এক ঘটনা...
উত্তরবঙ্গে হাতির মর্মান্তিক পরিণতি এবারই প্রথম নয়। আগেও একাধিক বার এই জিনিস শোনা গিয়েছে। যেমন জুন মাসে তরাই এলাকার কাছেই এক জঙ্গলে দলছুট হয়ে পড়ে হস্তিশাবক। কোনও ভাবে দলছুট হয়ে চলে আসে এক হস্তিশাবক। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ভারত-নেপাল সীমান্তবর্তী ঝাপুজোত এলাকায় ঘটনাটি ঘটেছিল।কোনওভাবে শাবকটির ক্ষতি হতে পারে, না কোনওভাবে আঘাত লাগতে পেরে ভেবে উদ্বেগ ছড়ায় স্থানীয়দের মধ্যে। তাছাড়া, শাবকটির খোঁজে দলের বাকিরা ওই এলাকায় চলে এসে তান্ডব চালাতে পারে ভেবেও আতঙ্ক ছড়ায়। হস্তিশাবকটিকে দেখার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়েই এলাকায় এসেছিলেন বনকর্মীরা। টুকুরিয়াঝার ও বাগডোগরা বনবিভাগের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। শাবকটিকে উদ্ধার করতে বনদফতরকে বড় জাল ব্যবহার করতে হয়। বেশ কিছুক্ষণ চেষ্টার পর শাবকটিকে জালে বন্দি করে ট্র্যাক্টরে তোলা হয়। তারপরে মেচি নদী পার করে নিয়ে যাওয়া হয় বাগডোগরার টাপুই বিট অফিসে। পরে শাবকটির স্বাস্থ্য পরীক্ষা করে বেঙ্গল সাফারিতে নিয়ে যাওয়া হতে পারে বলে বনদফতর সূত্রে খবর।
আরও পড়ুন:শিলিগুড়ির মঞ্চে আচমকা অসুস্থ নিতিন গডকড়ী, দেওয়া হল স্যালাইন, যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী






















