Bowbazar Disaster Update: ফাটলের দোসর অসময়ের বৃষ্টি, চিন্তায় বউবাজারের বাসিন্দারা
Bowbazar Update: মেট্রোর কাজ চলাকালীন মাটির তলার জল বন্ধ করার আগেই, জলে জমে যায় উপরে। নাগাড়ে বৃষ্টি পড়ায় জল বাইরে বারও করা যাচ্ছে না। ফলে গ্রাউটিংয়ের মাত্রা আরও বাড়ানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের।
![Bowbazar Disaster Update: ফাটলের দোসর অসময়ের বৃষ্টি, চিন্তায় বউবাজারের বাসিন্দারা Bowbazar Disaster Update Rainy Weather in Kolkata, residents of Boubazar are worried Bowbazar Disaster Update: ফাটলের দোসর অসময়ের বৃষ্টি, চিন্তায় বউবাজারের বাসিন্দারা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/14/8224773eadd9c41551e3fb1ec6406d0f166575002951751_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: একে ফাটলে রক্ষা নেই, তার উপর বৃষ্টি দোসর। বউবাজারে (Bowbazar Update) সমস্যা বাড়াচ্ছে অসময়ের বৃষ্টি। দুপুর থেকে বৃষ্টিতে পরিস্থিতি উত্তরোত্তর খারাপ হয়। মেট্রোর কাজ চলাকালীন মাটির তলার জল বন্ধ করার আগেই, জলে জমে যায় উপরে। নাগাড়ে বৃষ্টি পড়ায় জল বাইরে বারও করা যাচ্ছে না। ফলে গ্রাউটিংয়ের মাত্রা আরও বাড়ানোর ভাবনা মেট্রো কর্তৃপক্ষের (Metro Railway)। যদিও পরিস্থিতির উন্নতি না হলে, সেই পরিকল্পনাও কার্যকর করা অসম্ভব।
ফাটলের দোসর অসময়ের বৃষ্টি: ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন।
ব ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের মধ্য কলকাতার ৫টি হোটেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিশেষ মিটার লাগানো হয়েছে যাতে নতুন কোনও ফাটল হলে তা ওই মিটারে ধরা পড়ে। মেট্রোর (Kolkata Metro) কাজের জন্য বউবাজারে মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। কেএমআরসিএলের আশ্বাস আগামী ১৫ দিনের মধ্যে এই ক্ষতিপূরণ দেওয়া হবে।
২০১৯-এর ৩১ অগাস্ট। বউবাজারের দুর্গাপিতুরি লেন, স্যাঁকড়াপাড়া লেনে বিকট শব্দে ভেঙে পড়ে একাধিক বাড়ির অংশ। বিপর্যয়ের মুখে পড়ে বাড়ি ছাড়তে হয় বাসিন্দাদের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় এই বিপর্যয় ঘটে। এরপর গত ১১ মে দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। সে সময় ২২টি পরিবারকে ঘর ছাড়তে হয়। ৮-১০টি বাড়িতে ফাটল ধরা পড়ে। শুধু বাড়ি নয়, রাস্তাতেও দেখা দেয় ফাটল। তারপর ফের আজ। আজ ভোররাতে দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এলাকাজুড়ে বারবার এমন ঘটনা ঘটনায় আতঙ্কিত ও ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Hooghly: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার হুগলিতে, পরিবারের সঙ্গে দেখা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)