Buddhadeb Bhattacharya: আজই খোলা হবে সব চ্যানেল, আগামীকাল ফের বসবে মেডিক্যাল বোর্ড
Buddhadeb Bhattacharya News: সংক্রমণ-মুক্ত অবস্থায় আজও বুদ্ধবাবুকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। আগামীকাল ফের বসবে মেডিক্যাল বোর্ড।
কলকাতা: ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya Health Update)। গতকালই খুলে ফেলা হয়েছে শরীরে লাগানো সেন্ট্রাল লাইন চ্যানেল। আজ শরীরে ও হাতের সবকটি চ্যানেল খুলে ফেলা হবে।
কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী?
আগের থেকে আরও ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্যর ফুসফুসে আর সংক্রমণ নেই। তাঁকে খাওয়ানো হচ্ছে রাইলস টিউবের মাধ্য়মে। আপাতত বন্ধ করা হয়েছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক বন্ধের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী কেমন থাকেন তা ২দিন দেখা হবে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। সংক্রমণ-মুক্ত অবস্থায় আজও বুদ্ধবাবুকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। আগামীকাল ফের বসবে মেডিক্যাল বোর্ড। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়া নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
শারীরিক অবস্থার উন্নতি অনেকটাই
শুক্রবার উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর ছিল, গত শনিবার হাসপাতালে ভর্তির সময় প্রাক্তন মুখ্য়মন্ত্রী সি রিয়্যাকটিভ প্রোটিনের পরিমাণ ছিল সাড়ে ৩০০-র কাছাকাছি। শুক্রবারে তা ছিল প্রায় স্বাভাবিকের দোরগোড়ায়। এর থেকে চিকিৎসকরা মনে করেছেন, ফুসফুসের সংক্রমণ অনেকটাই কমেছে। অন্যদিকে, বুদ্ধবাবুর রক্ত পরীক্ষার ফলাফলে সব প্যারামিটারই প্রায় স্বাভাবিক। তিন দিন ধরেই কমছিল তাঁর শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা, এদিন তা স্বাভাবিক। আগের থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও বেড়েছে। শুক্রবার, রাইলস টিউব খুলে মুখ দিয়ে সামান্য নরম খাবার খাওয়ানো হয় বুদ্ধবাবুকে। তবে এখনও রাইলস টিউব পুরোপুরি খোলা নিয়ে সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা। শনিবার ফের মেডিক্যাল বোর্ড বসার কথা ছিল। শনিবারই শেষ হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর অ্যান্টি বায়োটিকের কোর্স। এর আগে হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছিল, তিনি সজাগ রয়েছেন, চিকিৎসক ও যাঁরা তাঁকে দেখতে আসছেন, তাঁদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Weather Update: বর্ষণের ভ্রুকুটি আগামী সপ্তাহে, ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস