Nadia News: ক্রেতা সেজে সোনার দোকানে 'চুরি', উধাও দেড় লক্ষ টাকার গয়না
Jewellery Shop Theft:দিনেদুপুরে সোনার দোকানে চুরি, চম্পট দিল 'চোর'। হাপিস অন্তত দেড় লক্ষ টাকার সোনার গয়না, অভিযোগ দোকান মালিকের। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের শক্তিনগরে।
প্রদ্যোৎ সরকার, কৃষ্ণনগর: দিনেদুপুরে সোনার দোকানে (Gold Showroom Theft) চুরি, চম্পট দিল 'চোর'। হাপিস অন্তত দেড় লক্ষ টাকার সোনার গয়না, অভিযোগ দোকান মালিকের। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের শক্তিনগরে (Nadia News)। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ক্রেতা সেজে দোকানদারকে বোকা বানানো হয়।
কী ঘটেছিল?
বৃহস্পতিবার দুপুরে শক্তিনগরের একটি গয়নার দোকানে এসেছিলেন ওই 'ক্রেতা'। দোকান সূত্রে খবর, তিনি সোনা ও রুপোর বিভিন্ন গয়নাও দেখেন। বেশ কিছু ক্ষণ ধরে গয়না পছন্দ করার পর ড্রয়ার থেকে একটি সোনার গয়না ভর্তি কাগজের মোড়ক অলক্ষ্যে পকেটে ভরে নেন তিনি, এমনই অভিযোগ দোকানদারের। তার পর আর সময় নষ্ট নয়। চম্পট দেন ওই ব্যক্তি। বেশ কিছু ক্ষণ পর দোকানদার বুঝতে পারেন, খোওয়া গিয়েছে সোনার গয়নার মোরক। দোকানের সিসি ক্যামেরা খতিয়ে দেখতেই ধরা পড়ে গোটা কীর্তি। প্রায় দেড় লাখ টাকা মূল্যের গয়না চুরি হয়েছে বলে দাবি গয়নার দোকানের মালিকের। নদিয়ার এই ঘটনা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। গত কাল কোতোয়ালী থানার ভালুকায় দুটি গয়নার দোকানে শাটার ভেঙে চুরি হয়েছিল। রানাঘাটেও একটি গয়নার শোরুমে ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার ফের ভরদুপুরে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন ওই দোকানে। ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতী চিহ্নিত করার চেষ্টা চলছে।
সোনার দোকানের শোরুমে ডাকাতি...
অগাস্টের শেষাশেষি নদিয়ার রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতির ঘটনা ঘিরে তীব আলোড়ন দেখা দেয় রাজ্যে। ওই দিনেই পুরুলিয়াতেও আর একটি সোনার বিপণীতে ডাকাতি হয়েছিল। একই দিনে রাজ্যের দুই জেলায় সেনকো গোল্ডের দুই শোরুমে ডাকাতির ঘটায় প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। রানাঘাটের সোনার দোকানে ভরদুপুরে গুলি চালিয়ে লুঠ করা হয় বলে প্রাথমিক ভাবে উঠে ওঠে। সেখানে সেনকো গোল্ডের শোরুম থেকে ৯০ শতাংশ গয়নাই লুঠ করা হয়। তবে ১০ মিনিটের মধ্যে খবর যায় পুলিশে। পালানোর সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই বাধে দুষ্কৃতীদের। লুঠের গয়না বেশ কিছুটা উদ্ধারও হয় বলে সূত্রের খবর। রানাঘাটের শোরুমের ম্যানেজার জানান, ঘটনার সময় লাগোয়া রুমে তিনি দুপুরের খাওয়াদাওয়া সারছিলেন। হঠাৎই একটি আওয়াজ পেয়ে বেরিয়ে আসেন তিনি। দেখা যায়, বিপণির ক্যাশ কাউন্টারের সামনে অনেকের জটলা। প্রত্যেকের হাতেই আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি ম্যানেজারের।
সেই ভয়ঙ্কর লুঠের পর আজ সোনার দোকানে চুরি।